নারীস্বাস্থ্য সমস্যা
অধ্যাপক ডা· আনোয়ারা বেগমসাবেক বিভাগীয় প্রধান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ —
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সমস্যাঃ আমার বয়স ৩১ বছর। প্রায়
চার বছর ধরে ডায়াবেটিস আছে। এ
অবস্থায় আমি প্রথম সন্তানের
মা হই। সব সময় অভিজ্ঞ চিকিৎসকের
তত্ত্বাবধানে আছি। নিয়মিত ইনসুলিন
নিই, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করি।
পরে একটি সুস্থ সন্তানের জন্ম দিই।
বাচ্চা হওয়ার পর থেকে প্রায়ই বিষণ্ন
থাকি। মনে সাহস পাই না। মাথা ঘোরায়।
কেমন যেন ভয় ভয় লাগে। বাচ্চার বয়স
তিন বছর। এই কয়েক বছর ধরে সব
সময়ই মাথা ঘোরায় মনে হয়।
সেই সঙ্গে চোখেও স্বস্তি লাগে না।
আমি বারডেমে নিয়মিত পরামর্শ নিই।
সেই সঙ্গে একজন চক্ষু, মেডিসিন ও
নিউরোলজিস্টকেও
মাঝেমধ্যে দেখিয়েছি। কোনো সমস্যাই
পাওয়া যায়নি। এখন ডায়াবেটিস
মোটামুটি নিয়ন্ত্রণেই আছে।
বাচ্চা হওয়ার পরপর একটু
অনিয়ন্ত্রিত ছিল। এখন বেশ কিছু
ওষুধ নিয়মিত সেবন করে যাচ্ছি।
আমার প্রশ্ন হচ্ছে, ডায়াবেটিস
থাকা অবস্থায় বাচ্চা নেওয়ায় আমার
কোনো সমস্যা হবে কি? আমার
মাথা ঘোরানো কি কমবে না?
পরে কি আর সন্তান নিতে পারব?
নাম প্রকাশে অনিচ্ছুক
টঙ্গী, গাজীপুর।
পরামর্শঃ আপনি সুস্থ সন্তানের জন্ম
দিয়েছেন এবং নিজেও সুস্থ আছেন। তাই
ডায়াবেটিস থাকা অবস্থায় সন্তান
নেওয়ায় আপনার কোনো সমস্যা নেই।
যেহেতু আপনার ডায়াবেটিস আছে,
রক্তচাপও কিছুটা বেশি, তাই
এগুলো অনিয়ন্ত্রিত
থাকলে মাথা ঘুরতেই পারে। এ জন্য
ডায়াবেটিস ও রক্তচাপ সব সময়
নিয়ন্ত্রণে রাখবেন। আপনার
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম
থাকতে পারে।
এটি পরীক্ষা করিয়ে নিশ্চিত হোন।
আপনি নিয়মিত আয়রন ট্যাবলেট ও
মাল্টিভিটামিন ট্যাবলেট খাবেন।
সকালে ও সন্ধ্যায় খোলা জায়গায়
হাঁটুন। চিন্তামুক্ত থাকুন। আবার
সন্তান নিতে চাইলে দেরি না করাই
ভালো।
সূত্রঃ বাংলা হেলথ ।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
1 টি মন্তব্য :
আচ্ছা আমার ৩-৪ মাস যাবত মাসিক হইতে ছে না আমি কি করব......। plz bolban keee ????
একটি মন্তব্য পোস্ট করুন