যৌন মিলনে পুরুষদের শুক্রানু বাড়ে
পুরুষরা যদি প্রতিদিন তাদেরজীবনসঙ্গীনির সঙ্গে দৈহিক
ভাবে মিলিত হন তাহলে তাদের শুক্রানু
হ্রাস পাওয়া কমবে৷ কিছুদিন আগেই
একটি গবেষণাতে এই তথ্য প্রমানিত
হযেছে৷ অস্ট্রেলিয়ার এক বিশেষজ্ঞ
118 জন পুরুষের উপর
পরীক্ষা নিরীক্ষা চালান৷ এরা সকলেই
স্বাভাবিকের তুলনায়
বেশী পরিমাণে শুক্রানু হ্রাস পাওয়ার
সমস্যায় ভুগছিলেন৷
পরীক্ষায় ধরা পড়েছিল এদের সকলেরই
ব্যক্তিগত ক্ষেত্রে 15 থেকে 98
শতাংশ শুক্রানু হ্রাস পেয়েছিল৷
তবে ওষুধ নয়,তাদের
নিয়মিতভাবে যৌন মিলনের পরামর্শ
দেওয়া হয়৷ এতে এদের মধ্যে চার
থেকে পাঁচজন মানুষের প্রত্যেকেরই
শুক্রানুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন