এই সমাজে পুরুষরা ডমিনেট করত।ইসলাম যখন নারীকে অধিকার দিল তখন তারা এর বিরোধীতা করতে লগল। সেই পুরুষেরা হঠাত্‍ নারীরঅতিরিক্ত ক্ষমতায়নে চিন্তিত হল

কোন মন্তব্য নেই
এই সমাজে পুরুষরা ডমিনেট করত।ইসলাম যখন নারীকে অধিকার দিল তখন তারা এর বিরোধীতা করতে লগল। সেই পুরুষেরা হঠাত্‍ নারীরঅতিরিক্ত ক্ষমতায়নে চিন্তিত হল, নারিকে বেশী বেশী ক্ষমতা দেওয়ার চেস্টা করল।
কিন্তু কেন?
আসল ব্যাপারটা হল নারীর ক্ষমতায়নের আবরনের মাধ্যমে নারীকে পন্য বানিয়ে সেই পন্য হিসেবে নারীর সর্বোচ্চ ব্যাবহার করা। কারন সবাই জানে নারী সব পুরুষের কাছে সবচেয়ে আকর্ষনিয়।
রাসুল সঃ এর হাদিসঃ
"একজন কুত্‍সিত বিশ্রি অবয়বের নারীও সত্তর জন মুমিনকে ধোকা দিতে পারে"
● কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতার সীমা-ই কী যথেষ্ট নয়?
●●"নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না"।
•আল কোরআন




শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।

কোন মন্তব্য নেই :