ড্রাগ এবং যৌনতা

কোন মন্তব্য নেই
পুরুষের
জীবনে যৌনতা যতোটা স্বাভাবিক,
নেশাদ্রব গ্রহন ততোটা স্বাভাবিক
নয়। বরং বিভিন্ন ক্ষেত্রেই
নেশা দ্রব্য গ্রহণের ফলে পুরুষের
শারীরিক এবং মানসিক
সমস্যা দেখা দিয়ে থাকে। শারীরিক
সমস্যার ক্ষেত্রে প্রধাণত
পুরুষত্বহীনতা সবচেয়ে মারাত্মক
সমস্যা হিসাবে চিহ্নিত হয়। আর
মানসিকভাবে নেশা দ্রব্য গ্রহনের
ফলে একজন পুরুষ নানাভাবে অসুস্থ্য
হয়ে পড়তে পারে। শারীরিক
অসুস্থতা নিবারণের এমন কিছু ওষুধ
আছে যা দীর্ঘদিন ব্যবহারের
ফলে পুরুষের শারীরিক
অমতা দেখা দিতে পারে।
তেমনি মানসিক নানা রোগের
চিকিৎসাতের ও এমন কিছু ওষুধের
ব্যবহার হয় যা দীর্ঘদিন ব্যবহারের
ফলে একজন পুরুষের শারীরিক
ভারসাম্যতা নষ্ট হতে পারে।
যে কয়েকটি ড্রাগ যৌনতার উপর
প্রভাব ফেলে–
এল এস ডি
মারিজুয়ানা
কোকেইন
এমফিটামিন
হ্যালুসিনোজেনস
চরস
ভাং
আফিং
গাঁজা
এলকোহল
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

কোন মন্তব্য নেই :