লিঙ্গ

কোন মন্তব্য নেই
পুরুষের প্রধান যৌনাঙ্গ হলো লিঙ্গ ।
লিঙ্গের দৃঢ়তার উপর নির্ভর
করে পুরুষের যৌন মিলনে অংশ গ্রহণের
ব্যাপারটি । এই লিঙ্গের মধ্য
দিয়ে বীর্য এবং মূত্র বের হয় । লিঙ্গ
হলো পুরুষের বহিঃ যৌনাঙ্গের
মধ্যে অন্যতম । লিঙ্গের
সামনে একটি আবরণ ত্বক থাকে ।
খতনার দ্বারা একে কেটে ফেলা ।
ইংরেজীতে এই ত্বককে বলে ফোর স্কিন
। লিঙ্গে অসংখ্য কোষ কলা রয়েছে ।
এগুলোর প্রভাবে উত্তেজনার সৃষ্টি হয়
। পুরুষের লিঙ্গের ভেতর সবচেয়ে পুরু
কৌষিক ঝিল্লির নাম
হলো করপরা কে ভারনোসা ।
অন্ডথলি-
অন্ডকোষ হলো দুটো বলের
মতো থলি যেখানে শুক্র তৈরী হয় ।
এগুলোর স্বাভাবিক পরিমাপ হলো দেড়
ইঞ্চি । এগুলো লিঙ্গের
নিচে ঝুলে থাকে । পুরুষের যৌন হরমোন
এবং বীর্য উৎপাদনই হলো অন্ডকোষ
দুটোর কাজ ।
এপিডিডাইমিস-
প্রতিটি অন্ডকোষের উপরের
অংশকে এপিডিডাইমিস বলে ।
এপিডিডাইমিস হলো বীর্যের সংরণের
স্থান । টিউব এবং অন্যান্য
নালী বেয়ে বীর্য এপিডিডাইমিস
থেকে অন্ডকোষে চলে আসে ।
ভাস ডিফারেন্স-
প্রোস্টেট গ্ল্যন্ড থেকে দুটো সেমিনাল
কোষ সেমিনাল তরলের মিশ্রণ
নিয়ে এপিডিডাইমিসে এসে পৌঁছায়। এই
চলাচলের নালী হলো ভাস ডিপারেন্স।
এটি পুরুষের আভ্যন্তরীণ যৌনাঙ্গ
প্রোষ্টেট গ্ল্যান্ড –
মূত্র থলির উপরে প্রোস্টেট
গ্ল্যান্ডের অবস্থান । এই গ্ল্যান্ডের
প্রোস্টেট তরল উৎপাদিত হয়
শতকরা ৩৮ ভাগ এবং সেমিনাল তরল
উৎপাদিত হয় ৬০-ভগ,বাকি এক ভাগ
বীর্যে উৎপাদিত হয় ।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

কোন মন্তব্য নেই :