আগুন – আ. কিনশেভ
একদিন সকালে এক লোকের ঘুম ভাঙল খুবই বাজে একটা অনুভূতি নিয়ে: আজ তার ফ্ল্যাটে আগুন লাগবেই!‘আর আগুন একবার জ্বলতে শুরু করলে পুড়ে ছারখার হয়ে যাবে সবকিছু’—নাশতাকরতে করতে তার মনে হলো।
‘একেবারে দাউদাউ করে জ্বলবে’—ফ্ল্যাটের দরজা বন্ধ করতে করতে ভাবলসে।
অফিসে খুবই অসুস্থ সময় কাটল তার। সারাক্ষণ মনে হতে থাকল: ‘নিশ্চয়ই এখন পুড়ছে।
আগুন লাগার খবর পেলে লোকেযেভাবে ছোটে, সেই গতিতে সে ফিরল বাসায়। ‘এরই মধ্যে নির্ঘাত পুড়ে গেছে আমার ফ্ল্যাট!’—ফিরতে ফিরতে মনে হয়েছিল তার। যখন সে ঘরে ঢুকল, আগুনের কোনো চিহ্নও ছিল না সেখানে।
তখন সে নিজেই আগুন ধরাল ঘরে। তারপর প্রতিবেশীদেরসঙ্গে দাঁড়িয়ে জ্বলন্ত আগুনের লেলিহান শিখার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল:
—আমি ঠিকই জানতাম!
সূত্র: দৈনিক প্রথম আলো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন