কুর্তার ভিতর তো আমিও ছিলাম
একরাতে হোজ্জার প্রতিবেশী হোজ্জার বাসা থেকে ভারী কিছু পড়ার শব্দপেল।পরদিন সকালে তাদের দেখা হলে প্রতিবেশী হোজ্জাকে জিজ্ঞাস করলেন।
‘ভাই সাহেব, গতকাল আপনার বাসা থেকে ভারী কিছু পতনের শব্দ শুনলাম, কি হয়েছে?’
‘আর বলবেননা, কালকে আমার বিবি রাগ করে আমার কুর্তাউপর থেকে নীচে ফেলে দেয়’।
‘কুর্তা ফেলে দিলে এত শব্দ হয়’। প্রতিবেশী অবাক।
‘কুর্তার ভিতর তো আমিও ছিলাম’, হোজ্জার ত্বরিত উত্তর।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন