জীবনসাথীর কৌমার্য্য থাকা জরুরী!

কোন মন্তব্য নেই
আশ্চর্যজনক কিন্তু এটি সত্য৷ হ্যাঁ,
তথ্য দেখে এটা বলা যেতে পারে৷
ভারতে বিবাহের পূর্বে সেক্সের আনন্দ
নেওয়ার পরও 80 শতাংশ পুরুষ ও
মহিলা মনে করেন যে তাদের
জীবনসাথী এমন হবে যাদের কৌমার্য
রয়েছে৷ সাপ্তাহিক আউটলুক
পত্রিকাতে প্রকাশিত সারা দেশের কিছু
ছোট শহরে মহিলা ও পুরুষদের
মধ্যে সেক্স সম্বন্ধীয় আচরণ ও
অবধারণা সম্বন্ধে জানার জন্য
করা এক সমীক্ষাতে এই তথ্য
উঠে এসেছে৷
সমীক্ষা অনুসারে অবিবাহিত কিন্তু
সেক্স সম্বন্ধে অনুভবী পুরুষ ও
মহিলারা স্বীকার করেছেন যে তাদের
বিবাহ যাদের সঙ্গে হবে তাদের অক্ষত
কৌমার্য থাকা খুবই গুরুত্বপূর্ণ৷
কেবলমাত্র 6 শতাংশ পুরুষ ও
মহিলা মনে করেন অক্ষত কৌমার্য খুব
বেশি মহত্বপূর্ণ নয়৷
সমীক্ষায় আরও
উঠে এসেছে ভারতে এখনও বিবাহের
পূর্বে শারীরিক সম্বন্ধ
হয়েছে এটিকে গ্রহণ করা হয় না৷ 66
শতাংশ পুরুষ ও 89 শতাংশ
মহিলা বিবাহের পূর্বে শারীরিক
সম্বন্ধকে মান্যতা দেয় নি৷ কিন্তু
23 শতাংশ পুরুষ ও 5 শতাংশ
মহিলা এটিকে খারাপ চোখে নেয় নি৷
পুরুষ প্রধান সমাজে পুরুষ ছাড়াও
মহিলারাও এটা স্বীকার করেন
যে পত্নীদের সঙ্গে সেক্স
নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন
করা পুরুষদের অধিকার৷ 75 শতাংশ
পুরুষ ও মহিলা এটা স্বীকার করেছেন৷
সমীক্ষাতে আরও জানা গেছে আমাদের
সমাজে সেক্সের শুরু করার অধিকার
এখনও পুরুষদের অধিকারে৷ 56 শতাংশ
মহিলা জানিয়েছেন সেক্স
নিয়ে শুরুটা তাদের পুরুষ সাথীই
করে থাকে অন্যদিকে সেখানে 39
শতাংশ মহিলা জানিয়েছেন
সেটা তারা দুজনাই করে থাকেন৷
আর একটি মজাদার তথ্যও
জানা গেছে যে ছোট শহরের 95 শতাংশ
পুরুষ সেক্সের
প্রথমে ফোরপ্লে করে সেখানে 57
শতাংশ পুরুষের কাছে চুমু
নেওয়া সবচেয়ে বেশি পছন্দের বিষয়৷
যে ছোট
শহরগুলিতে সমীক্ষা করা হয়েছিল
সেগুলি হল উত্তরে লুধিয়ানা ও মেরঠ,
পশ্চিমে রাজকোট ও নাগপুর,
পূর্বে দার্জিলিং ও কটক
এবং দক্ষিণে পন্ডিচেরী ও
কোয়েম্বাটুর৷
প্রত্যেকটি শহরে 20-45 বছরের
আয়ুর মধ্যে 100 জন করে পুরুষ ও
মহিলার মধ্যে এই
সমীক্ষাটি করা হয়েছিল৷ তাতে আরও
জানা গেছে 65 শতাংশ মহিলা ও 57
শতাংশ পুরুষ নিজেদের সেক্স জীবন
নিয়ে সন্তুষ্ট৷
সমীক্ষায় উঠে এসেছে যে প্রথমবার
সেক্স নিয়ে শারীরিক মিলন তারা কখন
করেছে৷ জানা গেছে 4 শতাংশ পুরুষ ও
2 শতাংশ মহিলা করেছেন 14-15
বছর বয়সের সময়, 14 শতাংশ পুরুষ ও
6 শতাংশ মহিলা করেছেন 16-18
বছর বয়সের সময়, 18 শতাংশ পুরুষ ও
26 শতাংশ মহিলা করেছেন 19-22
বছর বয়সের সময়৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

কোন মন্তব্য নেই :