যৌনাসনের কৌশল
যৌনমিলনের আসন নিয়ে অনেক পুরুষএবং নারী তৃপ্ত নয়। দেখা যায়
যে অনেক স্থুলকায় স্বামীর ক্ষীণকায়
স্ত্রী বা দীর্ঘদেহী স্ত্রীর
বেটে স্বামীর যৌনমিলনের আসন
নিয়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়।
এরকম আসন খুঁজে বের করা উচিত।
পুরুষের উচিত যৌনমিলনের আসনের
পছন্দটি নারীর উপর ছেড়ে দেওয়া।
এতে করে নারীর চরমপুলক
অনায়াসে চলে আসে। আবার
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়
যে পুরুষ বা নারী উভয়েই
কোনো একটি আসন খুব পছন্দ
করে এবং এ আসনে দীর্ঘদিন যৌনমিলন
করেও তারা একঘেয়ে হয়ে উঠে না।
নারীর শারীরিক এবং মানসিক
পরিতৃপ্তি আসে যদি যৌনসনের কৌশল
ঠিক থাকে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন