থিয়েটারকর্মী

কোন মন্তব্য নেই
একটা দেশের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগদেওয়া হয়েছে। কোচের সঙ্গে কথা বলছেন ম্যানেজার।
ম্যানেজার: যেভাবেই হোক, আমরা চাই, আপনি আমাদের জন্য প্রতিটি ম্যাচ জেতার মতো একটা সেরা দল তৈরি করে দেবেন। প্রয়োজনে আমরা আমাদের দেশের সেরা ১১ জন অ্যাথলেটকে আপনার সামনে হাজির করব।
কোচ: প্রতিটি ম্যাচ জেতারজন্য তো আমার সেরা ১১ জন অ্যাথলেটের প্রয়োজন নেই।
ম্যানেজার: তাহলে?
কোচ: আমার প্রয়োজন সেরা ১১ জন থিয়েটারকর্মী। যারা জানে, কীভাবে বিশ্বাসযোগ্যভাবে মাঠে গড়াগড়ি করতে হয়!

কোন মন্তব্য নেই :