উত্তেজনা জাগাবে ইলেকট্রনিক চিপ

কোন মন্তব্য নেই
এখন আর মুড তৈরি করে সহবাসের
প্রয়োজন নেই৷ কারণ খুব শীঘ্রই
বৈজ্ঞানিকরা এমন একটা ইলেকট্রনিক
চিপ আবিষ্কার করতে চলেছেন
যা আপনার শরীরে অনায়াসেই
উত্তেজনা তৈরি করবে৷
তার ফলে যখনই আপনি আপনার
সঙ্গীর সঙ্গে যখনই শারীরিক
ভাবে মিলিত হতে চাইবেন তখনই
অনায়াসেই আপনার শরীরে যৌন
মিলনের উত্তেজনা তৈরি হবে৷ সঙ্গীর
সঙ্গে যৌন মিলনের আনন্দ
আপনি সহজেই উপভোগ
করতে পারবেন৷
এই চিপটা মস্তিষ্কের সেই
অংশে লাগানো হবে যা যৌন
উত্তেজনা জাগায়৷ এই চিপটার
মধ্যে দিয়ে মস্তিষ্কে হালকা বৈদ্যুতিক
রে দেওয়া হবে৷ যা মস্তিষ্কের সেক্স
নিয়ন্ত্রন কারী অরগ্যানকে সক্রিয়
করবে৷
এই রে দেওয়ার পরেই ব্যক্তির
মধ্যে যৌন মিলনের উত্তেজনা প্রকাশ
পাবে৷ 2020 সালের মধ্যেই খুব
সম্ভবত এই
চিপটা বাজারে চলে আসবে৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

কোন মন্তব্য নেই :