বৃদ্ধাবস্থায় এবং যৌনতা
৬০ বছর থেকে মানুষের বৃদ্ধাবস্থা শুরুহয়। তবে আবহাওয়াগত
এবং পরিবেশগত নানা কারণে এই
সময়ের আগেই বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ
বয়স জীবনের সবচেয় মৌলিক সময়।
মৃত্যুর আগ পর্যন্ত সবাই নিরোগ দেহ
এবং মন নিয়ে বেচে থাকতে চান। যদিও
তা বহু েত্ের সম্ভব হয়ে উঠে না।
বৃদ্ধাবস্থায় যৌনতার
ব্যাপারটি আমাদের দেশে সামাজিক
প্রোপটে মোটামুটি অবান্তর।
তবে পাশ্চাত্যে বৃদ্ধবস্থাতেও অনেক
নারী এবং পুরুষ যৌন সচল থাকে।
বৃদ্ধাবস্থায় যৌনতা-
যৌনতা বৃদ্ধাবস্থায় সব নারী পুরুষের
কাছেই কাঙিত হয় না। তবে অনেক
নারী এবং পুরুষ বিশেষ
করে পাশ্চত্যে নারী এবং পুরুষ বৃদ্ধ
বয়সে দম্পতিরা যৌনতা বা যৌন
নানা আচরনে অভ্যস্ত হতে পারে।
এটি সুস্থ যৌনতারই বহিঃপ্রকাশ।
নারী পুরুষের জীবনের এই
নানা প্রকারের ঘটনা এবং জীবনের
নানা বিষয় এক সময় শেষ হয়ে যায়,
যখন নারী অথবা পুরুষের মৃত্যু ঘটে।
এই হচ্ছে জীবনের আসল বাস্তবতা।
জীবনের সৃষ্টি, বিকাশ
এবং পরিণতি এবং বিলীন হয়ে যাওয়ার
মধ্যেই প্রতিটি প্রাণের
প্রতিটি মানুষের এবং প্রতিটি নারীর
বৈচিত্র্য রয়েছে। এভাবেই অনাদিকাল
থেকে চলে আসছে এবং এই নিয়মই
চলতে থাকবে।
বৃদ্ধ বয়সে যৌনতার সমস্যা-
বৃদ্ধ বয়সে যৌনতার নানা প্রকার
সমস্যা রয়েছে। বিশেষ করে এই
সময়ে নারী পুরুষ কারো কাছেই যৌনতার
ব্যাপারটি আকর্ষণীয় থাকে না।
বৃদ্ধাবস্থায় যৌনতা সংক্রান্ত
নানাবিধ সমস্যাগুলো হলো- একঘেয়েমি।
মনোদৈহিক যৌন অনীহা।
শারীরিক যৌন অনীহা।
যৌন উত্তেজনার অভাব।
পুরুষের ক্ষেত্রে বীর্যপাতের সমস্যা।
নারীর ক্ষেত্রে যোনির
শুষ্কতা সমস্যা।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন