স্তন ক্যান্সার প্রতিরোধে খাদ্য
গবেষণায় দেখা গেছে, কোন খাদ্য কেনআপনাকে স্তন ক্যান্সার
থেকে রক্ষা করতে পারে। স্তন
ক্যান্সারের পারিবারিক ইতিহাস
রয়েছে এমন মহিলাদের নিয়ে এক
গবেষণায় দেখা গেছে, যেসব
মহিলা বেশি পরিমাণ সবজি খান
এবং কম গরুর মাংস ও শূকর মাংস খান
তাদের ডিএনএ কম ক্ষতিগ্রস্ত
হয়েছে। ডিএনএ হলো বংশগত বিষয়
যা আপনার কোষসমূহের
কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
ডিএনএ কেন চাবিকাঠি? স্তন
ক্যান্সারের ব্যাপারে ডিএনএ-এর
ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ
শক্তিশালী প্রমাণ
রয়েছে যে ক্ষতিগ্রস্ত ডিএনএ
ক্যান্সার ঘটায়। রান্না করা সবজি এ
ব্যাপারে সুদৃঢ় প্রতিরক্ষা দেয়। এর
সম্ভাব্য কারণ হলো, আমরা যখন
সবজি রান্না করি তখন এর পুষ্টি খুব
ঘন অবস্থায় থাকে। এসব সবজির
মধ্যে রয়েছে আলু, গাজর, ব্রাসেলস
স্প্রাইটস (এক ধরনের খুদে বাঁধাকপি),
ব্রকলি প্রভৃতি।
তাহলে কি করবেন? অবশ্যই
সবজি খাবেন। দিনে পাঁচটি সবজি, ১৬
আউন্স তাজা সবজির রস, সেই
সঙ্গে তিনটি ফল। এসব একবারেই নয়,
ভাগ ভাগ করে খাবেন।
ডা. ওয়ানাইজা
সূত্র: দৈনিক ইত্তেফাক,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন