যৌনমিলনের আসন
পৃথিবীব্যাপী বিভিন্ন প্রকার যৌনাসনরয়েছে। এগুলোর
ব্যাখ্যা আমরা বিভিন্ন
সময়ে জেনেছি এটা বলা দরকার
যে যৌনমিলনের জন্য যৌনাসন
সবচেয়ে বেশি প্রয়োজনীয়। পুরুষ
কিংবা নারীর যৌন আনন্দ
এবং চরমপুলক নির্ভর করে পছন্দ সই
যৌন আসনের উপর। যৌন আসনের বেশ
কিছু আসন জনপ্রিয় নয়। তবে অনেক
দম্পতি এই আসনগুলোতে যৌনমিলন
করে থাকে, আসনের
একঘেয়েমি কাটাতে। নারী পুরুষের দৈহিক
মিলনের আসনগুলো হলো-
পুরুষ উপরে নারী নিচে।
নারী উপরে পুরুষ নিচে।
পাশাপাশি আসন।
বিরল আসন।
বসা আসন।
উল্টো আসন ইত্যাদি।
এই আসনগুলোর মধ্যে পুরুষ
উপরে নারী নিচে এবং পাশপাশি আসন
দুটো পৃথিবীব্যাপী জনপ্রিয়। পুরুষ
উপরের আসনকে মিশনারী আসন
বলা হয়। পুরুষ এই
আসনে সবচেয়ে বেশি যৌন আনন্দ
পেয়ে থাকে। নারীও এই
মিশানারী আসনে সবচেয়ে বেশি যৌন
আনন্দ লাভ করে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন