এলকোহল এবং যৌনতা

কোন মন্তব্য নেই
যে সব পুরুষ ক্রনিক এলকোহল সেবন
করেন তাদের যৌন জীবন
মারাত্নকভাকে তিগ্রস্ত হতে পারে।
নন সাইকোজেনিক পুরুষত্বহীনতার
জন্য এলকোহল প্রধানত দায়ী। অনেক
পুরুষের ধারণা এলকোহল গ্রহণে যৌন
উত্তেজনা এবং আগ্রহ বাড়ে।
আসলে এটি ভ্রান্ত ধারণা। এলকোহল
বা মদ্যপানের ফলে নানা বিধি শারীরিক
এবং মানসিক
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে
যাতে করে যৌনতা তিগ্রস্ত
হতে পারে এলকোহল
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো।
মনোযোগের অভাব।
স্মৃতিশক্তি কমে যাওয়া।
আত্ন নিয়ন্ত্রণ কমে যাওয়া।
শরীরে অবশ অনুভূতি।
স্পর্শকাতরতা কমে যাওয়া।
পেরিফেরাল নিউরোপ্যাথী।
লিঙ্গ উত্থানজনিত সমস্যা।
যৌন স্পর্শকাতরতা কমে যাওয়া।
ওসটেরয়ডাল মাত্রা বেড়ে যাওয়া।
প্লাজমা টেসটোসটেরন
এবং হিপোগোনাডিজম কমে যাওয়া।
সেমিনাল রণের অস্বাভাবিক অবস্থা।
গোনাডাট্রোফিনস কমে যাওয়া।
যৌন নানা সমস্যা।
পুরুষত্বহীনতা
মধ্য
বয়সে এবং পরবর্তী সময়ে যৌনতা
সংক্রান্ত যে কোনো প্রকার
সমস্যা থেকে বাঁচতে এলকোহল গ্রহন
থেকে বিরত থাকা উচিত।
পাশাপাশি সুষম খাদ্য এবং ব্যায়ামের
প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া ও
ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

কোন মন্তব্য নেই :