ডায়াবেটিস এবং যৌনতা
ডায়াবেটিস নারী এবং পুরুষের শরীরেরঅটোনমিক ব্যবস্থাকে দুর্বল
করে দেয়। ফলে পুরুষের কিংবা নারীর
দৈহিক চলৎশক্তি নিষ্ক্রিয় হতে থাকে।
তবে এটি ধীরে ধীরে সংগঠিত হয়।
ডায়াবেটিসের ফলে ওজন হ্রাস পায়,
পলিরিয়া, পেরিফেরাল
নিউরোপ্যাথি ইত্যাদি দেখা দিতে শুরু
করে। পুরুষত্বহীনতা হলো পুরুষের
জীবনের একটি জটিল সমস্যা।
একে জটিল বলার কারণ
এটি পুরুষকে যৌনমিলন থেকে বিচ্যুত
করে ফেলে । যখন কোনো পুরুষের লিঙ্গ
সময়মত অর্থাৎ যৌনমিলনের সময়
উত্তেজিত হয়ে উঠেনা তখন
তাকে ইরেকটাইল ডিসফাংশন বলে। এর
ফলে লিঙ্গ সঠিক মাত্রায় যৌনমিলনের
জন্য উপযুক্ত হয়ে উঠে না। আধুনিক
প্রযুক্তিক ব্যবহার
দ্বারা ইদানীং পুরুষত্বহীনতার সমস্যার
সমাধান শুরু হয়েছে। শতকরা ৯০ ভাগ
ক্ষেত্রে পুরুষত্বহীনতার কারণ
মানসিক এবং ১০ ভাগ
ক্ষেত্রে পুরুষের পুরুষত্বহীনতার জন্য
শারীরিক নানা কারণ দায়ী থাকে।
পুরুষত্বহীনতা প্রাথমিক স্তরের
এবং চূড়ান্ত মাত্রার হতে পারে।
প্রাথমিক স্তরের পুরুষত্বহীনতার
জন্য লিঙ্গ খুব বেশি মাত্রায়
উত্তেজিত হয় না এবং উত্তেজনার
কিছুণ পরেই লিঙ্গ সিথিল হয়ে যায়।
আর চূড়ান্ত মাত্রার
পুরুষত্বহীনতা হলো লিঙ্গের
একেবারে অসাড় অবস্থা।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন