কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

কোন মন্তব্য নেই

বিএনপি কাল বৃহস্পতিবার
সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল
ডেকেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮
দলীয় জোটের নেতাদের নিঃশর্ত
মুক্তি ও তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক
মামলা প্রত্যাহারের দাবিতে আজ
বুধবার বিকেলে নয়াপল্টনে দলের
কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির
সদস্য নজরুল ইসলাম খান এ
কর্মসূচি ঘোষণা করেন।
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীরসহ বিএনপির
নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩
নেতাকে কারাগারে পাঠানো হয়।
হরতাল ডাকার কারণ
ব্যাখ্যা করে নজরুল ইসলাম খান বলেন,
‘কাল সারা দেশে হরতাল ডাকছি।
দেশবাসীকে হরতাল পালনের আহ্বান
জানাচ্ছি। আমাদের কোনোভাবেই
হরতাল দেওয়ার ইচ্ছা ছিল না।
তবে সরকারের অগণতান্ত্রিক
আচরণের প্রতিবাদে হরতাল
ডাকতে হয়েছে।’ কেন্দ্রীয়
নেতারা কারাগারে থাকলেও হরতাল
সফল হবে বলে তিনি মন্তব্য করেন।
হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর
মামলায় ১৮ দলীয় জোটের ৩৩ জন
নেতাকে কারাগারে নেওয়া হয়। আজ
দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের
হাকিম জামিনের আবেদন নামঞ্জুর
করে তাঁদের কারাগারে পাঠানোর
নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের
ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।
এদিকে কেন্দ্রীয়ভাবে হরতাল ডাকার
আগেই দেশের কয়েকটি জেলায়
বিএনপি এবং চট্টগ্রামে বিএনপি ও
এলডিপি হরতাল ডাকে। আমাদের
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের
পাঠানো খবর:
চট্টগ্রাম: মহানগর বিএনপির
সভাপতি আমীর খসরু মাহমুদ
চৌধুরী হরতালের ঘোষণা দেন। তাঁর
ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম
নিশ্চিত করেছেন।
নগরের নাসিমন ভবনে বিএনপির দলীয়
কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল
করেছেন দলের নেতা-কর্মীরা।
এতে সভাপতিত্ব করেন মহানগর
বিএনপির সহসভাপতি শামসুল আলম।
ঠাকুরগাঁও: পুলিশ জানায়, বেলা দুইটায়
১৮ দলীয় জোটের নেতাদের জামিনের
আবেদন নামঞ্জুর
করে কারাগারে পাঠানোর খবর
প্রচারিত হওয়ার পর ঠাকুরগাঁওয়ের
শহীদ মোহাম্মদ আলী সড়কে বিএনপির
জেলা কার্যালয়ের সামনে জড়ো হন
দলের নেতা-কর্মীরা।
সেখানে জেলা বিএনপির সাধারণ
সম্পাদক তৈমুর রহমান
অনির্দিষ্টকালের হরতালের
ঘোষণা দেন। এর পরই বিএনপির নেতা-
কর্মীরা কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে
ভাঙচুর চালান। এ সময় তাঁদের
সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায়
ঠাকুরগাঁও থানার পরিদর্শক (তদন্ত)
আবদুস সালামসহ পুলিশের তিন সদস্য
আহত হন। এ ঘটনায় একজনকে আটক
করেছে পুলিশ।
পাবনা: জেলা বিএনপির দপ্তর সম্পাদক
জহুরুল ইসলাম জানান, দলের
চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির
উত্তরাঞ্চলের পাঁচ জেলার
সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদের
নির্দেশে পাবনা জেলা বিএনপির কাল
সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত
নেয়। এ ছাড়া হরতালের সমর্থক ও
নেতা-কর্মীদের আটকের
প্রতিবাদে আজ বিকেল পাঁচটায়
পাবনা শহরসহ উপজেলা পর্যায়েও
বিক্ষোভ মিছিল করা হবে।
নাটোর: সাড়ে তিনটায় শহরের আলাইপুর
মহল্লায় জেলা বিএনপির
অস্থায়ী কার্যালয়ে কাল-সকাল
সন্ধ্যা হরতালের ডাক দেন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আমিনুল হক। এদিকে নেতাদের
কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়ার
পরই অর্ধশতাধিক গাড়ি ও দোকানপাট
ভাঙচুর করেছেন বিএনপির নেতা-
কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ
মোতায়েন করা হয়েছে।
বগুড়া: একই
দাবিতে বগুড়া জেলা বিএনপির সাধারণ
সম্পাদক জয়নাল আবেদীন কাল সকাল-
সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
হরতালের সমর্থনে শহরের বিভিন্ন
স্থানে জেলা বিএনপির নেতা-
কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
সিরাজগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিবসহ ১৮ দলের জোটের
কেন্দ্রীয় নেতাদের বাস
পোড়ানো মামলায় জামিন বাতিল
করে কারাগারে পাঠানোর
প্রতিবাদে জেলা বিএনপি সিরাজগঞ্জে
কাল সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান
করে। বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য
ও জেলা বিএনপির সভাপতি ইকবাল
হাসান মাহমুদ দুপুরে তাঁর
বাসভবনে হরতাল ডাকার
বিষয়টি স্থানীয় সংবাদ-কর্মীদের
কাছে নিশ্চিত করেন। বিকেলে স্থানীয়
পৌর কাঁচাবাজার আড়ত এলাকায় এক
সমাবেশে জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে
এ হরতালের ঘোষণা দেয়।
দক্ষিণ চট্টগ্রামে এলডিপির হরতাল
দক্ষিণ চট্টগ্রামে কাল সকাল-
সন্ধ্যা হরতাল ডেকেছে অলি আহমদের
নেতৃত্বাধীন এলডিপি। দক্ষিণ
চট্টগ্রামের আওতাভুক্ত
সাতটি উপজেলা হলো আনোয়ারা, পটিয়া,
বোয়ালখালী, বাঁশখালী, চন্দনাইশ,
সাতকানিয়া ও লোহাগাড়া।
এ ছাড়া চন্দনাইশে তিন-
চারটি পয়েন্টে চট্টগ্রাম-কক্সবাজার
মহাসড়ক অবরোধ করে।

কোন মন্তব্য নেই :