প্রমাণ

কোন মন্তব্য নেই
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন মাত্র। গাড়িচালক হোজ্জার কাছে ভাড়া চাইল। শুনে হোজ্জা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বলল, ‘ভাড়ানা দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?’
‘আমি হলাম বাদশার খাস বন্ধু। আমার কাছে তুমি ভাড়া চাইছ।’
‘ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?’
হোজ্জা বললেন, ‘তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?’
‘নিশ্চয়ই দেখেছি।’
‘তুমি কি আমাকে চেন?’
‘না, চিনি না।’
‘তাহলে কী করে জানলে যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?’

কোন মন্তব্য নেই :