সেক্স্যুয়াল অ্যাক্টিভিটি : কিছু প্রচলিত মিথ
বহু যুগধরে যৌণতা সম্পর্কে নানা সত্য-
মিথ্যা ধারণা আমাদের মধ্যে প্রচলিত
আছে৷ সেই
ধারনাগুলি সম্পর্কে বিশেষজ্ঞদের
মতামত আপনাদের জানানো হল৷
*মিথ : যৌনাঙ্গের পরিমাপ প্রভাবিত
করে
একজন মহিলার সেক্স
সেশনকে বেশী মাত্রায় পরিতৃপ্ত
করতে তার পুরুষ সঙ্গীর যৌনাঙ্গের
আকার – আকৃতি বা পরিমান-
পরিমিতি প্রভাবিত করে না৷ এর
পরিমিতি মহিলার যৌন চাহিদা পরিতৃপ্ত
করতে পারে না৷ যখন সাইজের প্রশ্ন
আসে তখন সবার জন্য এক রকম সাইজ
কার্যকরী হয় না৷ তাই যৌণ
কার্যে এটি একটি আপেক্ষিক বিষয়৷
বেশী বড় পুরুষ যৌনাঙ্গ কখনই
মহিলাদের খুব বেশী stimulate
করতে পারে না৷ যৌন
কার্যকালে গর্ভাশয়ের আগে পর্যন্ত
পুরুষ যৌনাঙ্গ পৌঁছলেই তা পরিতৃপ্তির
কারণ হয়৷ তা না হলে সঙ্গমকালীন
যৌন পরিতৃপ্তি তেমন সুখকর
হয়ে ওঠে না৷ এই
পরিস্থিতিতে ক্ষেত্রে মহিলারা
satisfied হয় না৷
*মিথ : সঙ্গম যত বেশী তত ভালো
সঙ্গমকালীন অনুভুতি আপনি কেমন
করে মিলিত হচ্ছেন তার ওপর নির্ভর
করে, আপনি কতবার সঙ্গম করছেন
তার ওপর নির্ভরশীল নয়৷ আমাদের
মধ্যে ধারণা আছে, য্তবেশী বার
সঙ্গমে লিপ্ত হওয়া যায় শারীরিক
ক্ষেত্রে তার খুব ভালো ফল
পাওয়া যায়৷ আপনার শারীরিক
সক্ষমতা বা আপনার সুস্থ স্বাভাবিক
শারীরিক অবস্থা আপনাকে যৌন
মিলনে আকর্ষিত করে, এমন কিন্তু
নয়, বা সুস্থ-স্বাভাবিক
ভাবে প্রতিনিয়ত কয়েকবার যৌন মিলন
আপনার শারীরিক সুস্থতা বাড়ায়, এই
ধারণা ভুল৷
কতবার বা কতক্ষণ ধরে সেক্স্যুয়াল
অ্যাক্টিভিটি হচ্ছে তা গুরুত্ব পূর্ণ
নয়৷ যৌনতা নিবৃত্তি করাই যৌন
মিলনের মূল বিষয় নয়, এটি এক চরম
আনন্দ
যা দুজনে একসঙ্গে একভাবে অনুভব
করে৷
*মিথ : যৌন মিলনের পদ্ধতি সকলেই
জানে
প্রথমবার যৌণ মিলনকালে প্রত্যেকেই
এই ঘটনার জন্য কৌতুহলী থাকে৷
অত্যধিক আগ্রহ বা কৌতুহল বেশীর
ভাগ ক্ষেত্রে শীঘ্রপতনের সমস্যার
সৃষ্টি করে৷ এছাড়া সঠিক
পদ্ধতিতে যৌনকার্য সম্পাদিত হয় না৷
প্রথম মিলন কালীন সৃষ্ট এই
অসুবিধাকে বলা হয় performance
anxiety৷ যখন কোন
জুড়ি প্রথমবার মিলনে আবদ্ধ হচ্ছেন
তার আগে এবিষয়ে সঠিক
ভাবে জেনে নেওয়া ভীষণ জরুরি৷
যৌন ইচ্ছা মানুষের জন্মের
সঙ্গে সঙ্গে তার মধ্যে চলে আসে ৷
এটি জন্মগত প্রাপ্ত
একটি কামনা যা প্রত্যেক প্রাণীর
মধ্যে দেখা যায়৷ আর প্রাকৃতিকগত
ভাবেও এই ইচ্ছাটি আমাদের
মধ্যে চলে আসে৷ কিন্তু এই কাজের
পদ্ধতি আমরা শিখি না৷ যৌন সঙ্গম
নিয়ে যে সকল অবিচ্ছিন্ন
ধারণা আমাদের মধ্যে প্রচলিত
আছে তা থেকে বেড়িয়ে আসতে বা এই
প্রক্রিয়া সম্পর্কে সঠিক
ধারণা তৈরি করতে আমাদের এই
বিষয়ে সিক্ষা গ্রহণ করা উচিত৷ যৌন
মিলন যেকোন স্বাভাবিক মানুষের
ক্ষেত্রে অতি প্রয়োজনীয়
একটি চাহিদা তাই এর সঠিক প্রগোগ
কৌশল জানা আমাদের একান্ত জরুরী৷
*মিথ : পুরুষের যৌন চাহিদা বেশী থাকে
যৌনতায় পুরুষ এবং স্ত্রী উভয়েরই
সমান আগ্রহ থাকে৷ বেশীর ভাগ
ক্ষেত্রে পুরুষ ভালোবাসে যৌন
পরিতৃপ্তি পাওয়ার জন্য৷ আর
মহিলাদের ক্ষেত্রে ঘটনাটি ঘটে ঠিক
উল্টো৷ অর্থাত মহিলারা যৌন
মিলনে এগিয়ে আসে ভালোবাসা পাওয়ার
জন্য৷ যৌন মিলন ভালোবাসার
পরিনতি হতে পারে, এর উল্টোটা কখনই
হয় না অর্থাত যৌন মিলনের
ফলে ভালোবাসা সৃষ্টি হতে পারে না৷
মহিলারা তাদের শারীরিক
চাহিদা সম্পর্কে এত মুখর হয় না৷ পুরুষ
এই চাহিদার কথা অতি সহজেই
বলতে পারলে ও মহিলারা তাদের যৌন
চাহিদার কথা খুব সহজে বলতে পারেন
না৷ কিন্তু আজকাল
দেখা যাচ্ছে মহিলারাও এই
ব্যপারে তাদের মতামত বা চাহিদার
কথা জানাতে বা বলতে দ্বিধা বোধ
করছেন না৷
সুস্মিতা সাহা
শনিবার, 1 নভেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন