মাননীয় সাংসদ ও স্পিকারের মধ্যে একটা সম্ভাব্য কথোপকথন

কোন মন্তব্য নেই
স্পিকার: মাননীয় সাংসদ, আপনার প্রশ্ন উত্থাপন করুন।
সাংসদ: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদআমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, ডটার অব পিস, শান্তির পায়রা, দেশের লক্ষ্মী শেখ হাসিনাকে জানাই শত সহস্র সালাম। তিনি এ দেশের জন্যযে আত্মত্যাগ…
স্পিকার: আপনি প্রশ্ন করুন, মাননীয় সাংসদ।
সাংসদ: ধন্যবাদ, মাননীয় স্পিকার। আজ আমাদের দেশ ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ পরিচালনায় নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেমাইলফলক স্থাপন করেছেন, তা যুগ যুগ ধরে…
স্পিকার: আপনি আপনার প্রশ্ন করুন, মাননীয় সাংসদ…
সাংসদ: জি, জি, মাননীয় স্পিকার। ধন্যবাদ। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু বলতে চাই, আমাদের দেশ ও জাতি এখন যে সোনার বাংলায় বাস করছে, যা একদিন স্বাধীনতার একমাত্র ঘোষক, শ্রেষ্ঠ বাঙালি, এ দেশের স্বাধীনতার নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন, তা শুধু সম্ভব হয়েছে তাঁরই যোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে এবং…
স্পিকার: প্রশ্ন করুন, প্রশ্ন করুন, মাননীয় সাংসদ। আপনি প্রশ্ন করুন।
সাংসদ: ধন্যবাদ, মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকেএই মহান সংসদে কথা বলার সময় এবং সুযোগ দেওয়ার জন্য। আমি এই মহান সংসদেরসময় নষ্ট করতে চাই না। আমার খালি একটা কথা বলার আছে। আজকে জনগণ যেভাবে জেগে উঠেছে, বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা বাস্তবায়নে যে প্রচেষ্টা, পরিকল্পনা, ও উন্নতির জোয়ার বয়ে যাচ্ছে, তা…
স্পিকার: ধুৎ!
লেখা মাহমুদ জসিম, শিপলু হাওলাদার, শরীফুল ইসলাম
সূত্র: দৈনিক প্রথম আলো,

কোন মন্তব্য নেই :