যৌন রোগের সমস্যায় গনিকারা

২টি মন্তব্য
অনভিজ্ঞ গনিকারা যৌন রোগ
সংক্রমনের সমস্যার সন্মূখীন হচ্ছেন৷
গনিকা হলেও যারা এই বৃত্তিতে নতুন
এসেছেন বা যারা এই পেশায় অনভিজ্ঞ
তাদের জন্য তাদের অর্থ উপার্জনের
পথটি রীতিমত বিপদ ডেকে আনছে৷
সমীক্ষার
ফলে দেখা গেছে অনভিজ্ঞতার
কারণে তাদের মধ্যে যৌন রোগ
বেশী দেখা যায়৷ আর এদের মধ্যেই
যৌন সংক্রামন বেশী হয়৷ এই
sexually transmitted
infections(STIs)এর
দ্বারা আক্রান্ত হচ্ছে নবিশ যৌন
কর্মীরা৷
সমীক্ষা জানাচ্ছে গত এক বছরের
মধ্যে অন্তত 60 শতাংশ নতুন যৌন
কর্মী এই অবস্থার শিকার হয়েছেন৷
তাদের মধ্যে যে উপসর্গ গুলি দেখা যায়
ডাক্তা রী পরিভাষায় সেগুলি হল
Prevalence of gonorrhoea,
chlamydia৷ অভিজ্ঞ যৌন
কর্মীরাও এই রোগে আক্রান্ত হন৷
কিন্তু তাদের তুলনায় অনেক
বেশী নতুন যৌন কর্মীরা যৌন
রোগে আক্রান্ত হন৷ এই যৌন
কর্মীদের মধ্যে 2.3% syphillis,
13.0% gonorrhoea
এবং 14.4% chlamydia
তে আক্রান্ত হয়৷
নতুন যৌনকর্মীদের এই
রোগে আক্রান্ত হওয়ার কারণ
হিসাবে দেখা যাচ্ছে রোগ প্রতিরোধের
সঠিক উপায় তাদের জানা নেই৷
এছাড়া clientদের সঙ্গে এই
ব্যাপারে কিভাবে বোঝাপড়া করে এগোনো
দরকার সে বিষয়টিও তাদের অজানা৷
যারা এই পেশায় দীর্ঘদিন আছেন
তারা তাদের সুরক্ষার বিষয়ে যথেষ্ঠ
সচেতন আর তাদের শারীরিক গঠনও
পরিপক্ক হওয়াতে তাদের মধ্যে রোগের
আশঙ্কাও কম থাকে৷ তাই
অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে শারীরিক
গঠনও যৌন রোগের বাড়বাড়ন্ত ঘটায়
নতুন দের শরীরে৷
মঙ্গলবার, 16 ডিসেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

২টি মন্তব্য :

নামহীন বলেছেন...

Lingo coto hoy jaua and ki babe boro kora jai

juwel rana বলেছেন...

Lingo coto hoye jayua and ki babe boro kora jai