পুরুষের কাছে নারীর চাওয়া
বয়স যখনঃ ১৩-১৯
...........অনন্ত চাওয়া.........গুনে শেষ করা সম্ভব নয়.........তাই শুরু করা হলো না.......
বয়স যখনঃ ২০-২৯
১. সুদর্শন হতে হবে।
২. মুগ্ধ শ্রোতা হতে হবে ১০০ ভাগ।
৩. ফ্যাশন সচেতন হওয়া জরুরী।
৪. রোমান্টিক হতে হবে।
৫. শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে।
৬. সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল।
৭. আর্থিকভাবে সচ্চল পরিবারের ছেলে হতে হবে।
৮. রোমান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন।
বয়স যখনঃ ৩০-৩৯
১. ভাল ব্যাংক ব্যালান্স থাকা জরুরী।
২. কথা বলার থেকে শুনবে বেশী।
৩. জোকসে হাসতে হবে (হাসি না এলেও)।
৪. রান্না খেয়ে প্রশংসা করতে হবে (অখাদ্য হলেও)।
৫. কাজ সবাই করে , ওটার বাহানা দেয়া চলবে না।
৬. কারের দরজা খোলা, শপিং মলে ব্যাগ বহন করা ইত্যাদিন ম্যানার (!) জানতে হবে।
৭. জন্মদিন এবং এ্যানিভার্সারি ভোলা চলবে না।
বয়স যখনঃ ৪০-৪৯
১. নোংরা থাকা চলবে না।
২. টয়লেট সীট নামিয়ে আসতে হবে।
৩. অন্তত উইক-এন্ডে সেভ করতে হবে।
৪. অফিস আগে, মাঝে মধ্যে ডিনারে যাওয়া যেতে পারে।
৫. সংসারের খরচের টাকাটা যেন ঠিকমত আয় করতে পারে।
৬. স্ত্রীর কথা শুনে সব সময়"হাঁ"সূচক মাথা নাড়তে হবে।
৭. এমন একটা শাট পরতে হবে যেটা পেট (ভুরি) ঢেকে রাখতে সক্ষম।
৮. নিয়মিত ফার্ণিচার রিএ্যারেন্জ করার মত শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৫০-৫৯
১. নাক ও কানের চুল নিয়মিত পরিস্কার করতে হবে।
২. পরিস্কার মোজা ও আন্ডারওয়্যার পরতে হবে।
৩. মাঝে মধ্যে সেভ করা জরুরী।
৪. কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া চলবে না।
৫. একই জোকস তিন বারের বেশী রিপিট করা চলবে না।
৬. নাক ডাকা চলবে না।
৭. বেশী বেশী ধার না করাই ভাল।
৮. সপ্তাহে একদিন সঙ্গে বসে চা খাওয়ার মতো শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৬০-৬৯
১. বাথরুম কোথায় সেটা মনে রাখতেহবে।
২. ঘুমের সময় নাট ডাকার শব্দ একটু কম হতে হবে।
৩. হাসার সময় বুঝতে হবে কেন সে হাসছে।
৪. দাঁত (কৃত্রিম) কোথায় রেখেছেমনে রাখতে হবে।
৫. খাওয়া নিয়ে য্ন্ত্রনা করা চলবে না।
৬. টাকা-পয়সার চিন্তা বাদ দিয়ে বউয়ের উপর ভার ছেড়ে দিতে হবে।
৭. ছোট বাচ্চাদের ভয়ের কারন হওয়া চলবে না।
৮. উইক এন্ড মনে রাখার মত শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৭০-৭৯
১. টয়লেট যেন টয়লেটে হয় সেটা মনে রাখতে হবে।.........(চাওয়াওয়ালা নারীর ও মনে পড়ছে না!.)....
২. শ্বাস নেয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে।
৩. কাউকে কষ্ট না দিয়ে হুট করে মরে যেতে হবে ।
৪. মরার আগে বেশী খরচের অছিয়ত করে যাওয়া চলবে না ।৫. মরার আগেই সব সম্পত্তি চুলচেরা হিসাব করে ভাগ করে দিতে হবে ।
৬. জুমাবারে কবরের পাড়ে গিয়ে জিয়ারত না করলে রাগ করা চলবে না।
ফেইসবুক থেকে পাওয়া........................
==================== =====================
................................মোহাম্মদ জামাল উদ্দীন, ইউ এ ই
বিষয়শ্রেণী: বিবিধ
...........অনন্ত চাওয়া.........গুনে শেষ করা সম্ভব নয়.........তাই শুরু করা হলো না.......
বয়স যখনঃ ২০-২৯
১. সুদর্শন হতে হবে।
২. মুগ্ধ শ্রোতা হতে হবে ১০০ ভাগ।
৩. ফ্যাশন সচেতন হওয়া জরুরী।
৪. রোমান্টিক হতে হবে।
৫. শিল্পানুরাগী না হলেও ধারনা থাকতে হবে।
৬. সেন্স অব হিউমার থাকতে হবে প্রবল।
৭. আর্থিকভাবে সচ্চল পরিবারের ছেলে হতে হবে।
৮. রোমান্সের জন্য জিম করা ফিগার থাকা প্রয়োজন।
বয়স যখনঃ ৩০-৩৯
১. ভাল ব্যাংক ব্যালান্স থাকা জরুরী।
২. কথা বলার থেকে শুনবে বেশী।
৩. জোকসে হাসতে হবে (হাসি না এলেও)।
৪. রান্না খেয়ে প্রশংসা করতে হবে (অখাদ্য হলেও)।
৫. কাজ সবাই করে , ওটার বাহানা দেয়া চলবে না।
৬. কারের দরজা খোলা, শপিং মলে ব্যাগ বহন করা ইত্যাদিন ম্যানার (!) জানতে হবে।
৭. জন্মদিন এবং এ্যানিভার্সারি ভোলা চলবে না।
বয়স যখনঃ ৪০-৪৯
১. নোংরা থাকা চলবে না।
২. টয়লেট সীট নামিয়ে আসতে হবে।
৩. অন্তত উইক-এন্ডে সেভ করতে হবে।
৪. অফিস আগে, মাঝে মধ্যে ডিনারে যাওয়া যেতে পারে।
৫. সংসারের খরচের টাকাটা যেন ঠিকমত আয় করতে পারে।
৬. স্ত্রীর কথা শুনে সব সময়"হাঁ"সূচক মাথা নাড়তে হবে।
৭. এমন একটা শাট পরতে হবে যেটা পেট (ভুরি) ঢেকে রাখতে সক্ষম।
৮. নিয়মিত ফার্ণিচার রিএ্যারেন্জ করার মত শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৫০-৫৯
১. নাক ও কানের চুল নিয়মিত পরিস্কার করতে হবে।
২. পরিস্কার মোজা ও আন্ডারওয়্যার পরতে হবে।
৩. মাঝে মধ্যে সেভ করা জরুরী।
৪. কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়া চলবে না।
৫. একই জোকস তিন বারের বেশী রিপিট করা চলবে না।
৬. নাক ডাকা চলবে না।
৭. বেশী বেশী ধার না করাই ভাল।
৮. সপ্তাহে একদিন সঙ্গে বসে চা খাওয়ার মতো শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৬০-৬৯
১. বাথরুম কোথায় সেটা মনে রাখতেহবে।
২. ঘুমের সময় নাট ডাকার শব্দ একটু কম হতে হবে।
৩. হাসার সময় বুঝতে হবে কেন সে হাসছে।
৪. দাঁত (কৃত্রিম) কোথায় রেখেছেমনে রাখতে হবে।
৫. খাওয়া নিয়ে য্ন্ত্রনা করা চলবে না।
৬. টাকা-পয়সার চিন্তা বাদ দিয়ে বউয়ের উপর ভার ছেড়ে দিতে হবে।
৭. ছোট বাচ্চাদের ভয়ের কারন হওয়া চলবে না।
৮. উইক এন্ড মনে রাখার মত শারীরিক শক্তি থাকতে হবে।
বয়স যখনঃ ৭০-৭৯
১. টয়লেট যেন টয়লেটে হয় সেটা মনে রাখতে হবে।.........(চাওয়াওয়ালা নারীর ও মনে পড়ছে না!.)....
২. শ্বাস নেয়ার মত শারীরিক শক্তি থাকতে হবে।
৩. কাউকে কষ্ট না দিয়ে হুট করে মরে যেতে হবে ।
৪. মরার আগে বেশী খরচের অছিয়ত করে যাওয়া চলবে না ।৫. মরার আগেই সব সম্পত্তি চুলচেরা হিসাব করে ভাগ করে দিতে হবে ।
৬. জুমাবারে কবরের পাড়ে গিয়ে জিয়ারত না করলে রাগ করা চলবে না।
ফেইসবুক থেকে পাওয়া........................
==================== =====================
................................মোহাম্মদ জামাল উদ্দীন, ইউ এ ই
বিষয়শ্রেণী: বিবিধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন