-নিজ পরিবারকে গোনাহ থেকে বাঁচান
মানুষ সম্পূর্নভাবে গোনাহ থেকে বাঁচতে হলে. তাকে সর্বপ্রথম নিজের পরিবারকে ঠিক করতে হবে। যদি কোন ব্যক্তির স্ত্রী-সন্তান ভুল পথে চলে এবং গোনাহের কাজে লিপ্ত হয়। কিন্তুসে তাদের প্রতি কোন ভ্রক্ষেপ না করে। সে ব্যাপারে কোন চিন্তা-ফিকির না করে। তাহলে সে ব্যক্তি গোনাহ থেকে বেঁচে থাকার যতই চেষ্টা করুক না, গোনাহ থেকে বেঁচে থাকতে পারবে না ।কারন এ বউ-বাচ্চা তাকেও একদিন গোনাহের কাজে লিপ্ত করিয়ে ছাড়বে। তাই মানুষের জন্যযেমনিভাবে নিজে গোনাহ থেকে বেঁচে থাকা জরুরী, তেমনিভাবে স্ত্রী-সন্তানদেরকেও বাচিয়ে রাখা জরুরী।আর এ কাজে মহিলাদেরই ভুমিকাই সবচেয়ে বড় দখল। যদি মহিলাদের অন্তরে এ চিন্তা আসে যে, আমরা আমাদের জীবনকে আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এর আদেশ অনুযায়ী চালাবো এবং গোনাহ থেকে বেঁচে থাকবো। তাহলে ঘরের পরিবেশ ঠিক হয়ে যাবে। কারন মহিলারাই হচ্ছেঘরের প্রধান পরিচালিকা। আর যদিমহিলাদের অব্স্থা এমন হয় যে, তারা গোনাহের কাজ থেকে বেঁচে থাকে না। পর্দার কোন তোয়াক্কা করে না, সর্বদা গোনাহে লিপ্ত থাকে, তবে ঘরের পরিবেশ খুব খারাপ হবে। সবাই গোনাহে লিপ্ত হবে।
সুত্রঃ গোনাহও তওবা
মাওলানা মুফতী মুহাম্মদ তাকী উসমানী
================ ==================
------------------মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই
ট্যাগ/কি-ওয়ার্ড : দাম্পত্য জীবন
বিষয়শ্রেণী: নারী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন