তাহলে টিকেই গেলো ফেসবুক!
কোন মন্তব্য নেই
ফলাও
করে খবর
রটেছিলো,
ফেসবুক
কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে হ্যাকার
গ্রুপ অ্যানোনিমাস। এই গ্রুপটির পক্ষ
থেকে নাকি বলা হয়েছিলো, ৫ নভেম্বরই
এই সোশ্যাল
নেটওয়ার্কিং জায়ান্টকে অচল
করে দেয়া হবে এবং এটিই হবে ফেসবুকের
শেষ দিন। কিন্তু সে হুমকির
কথা সম্প্রতি অস্বীকার
করেছে কুখ্যাত এ হ্যাকার গ্রুপটি।
খবর সিনেট-এর।
৫ নভেম্বর গ্রুপটির পক্ষ
থেকে বলা হয়েছে, ফেসবুক বন্ধ
করে দেবার হুমকির বিষয়টি ঠিক
ছিলো না। হ্যাকার গ্রুপের কোনো একক
সদস্য এ হুমকিটি দিয়েছিলো।
অ্যানোনিমাসের পক্ষ থেকে এমন
হুমকি দেবার প্রশ্নই ওঠে না। কারণ
অ্যানোনিমাস নিজেই ফেসবুক ব্যবহার
করে তাদের ‘বাণীগুলো’ প্রচার করে।
অ্যানোনিমাসের পক্ষ থেকে বলা হয়েছে,
তাদেরই যুক্তরাষ্ট্রভিত্তিক এক
সদস্য এ হুমকি দিয়েছিলো। কিন্তু
পুরো গ্রুপটি তাকে সমর্থন দেনি।
নিজেরে নীতির কথাও
জানিয়েছে গ্রুপটি। বলা হয়েছে,
অ্যানোনিমাস কেবল সেসব সাইটকেই
আক্রমণ করে যারা অ্যানোনিমাসের
কাজে বাধা দেয়।
হ্যাকার গ্রুপটির পক্ষ
থেকে আরো জানানো হয়েছে, যে এমন
হুমকি দিয়েছিলো তাকে শনাক্ত
করে অ্যানোনিমাসের পক্ষ
থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।
অ্যনোনিমাসের নাম ভাঙ্গিয়ে অনেকেই
এমন হুমকি দিতে পারে বলে সতর্কও
করে দিয়েছে কুখ্যাত এ হ্যাকার
গ্রুপটি।
এর আগে হুমকিতে বলা হয়েছিলো,
‘ফেসবুক যতো বাড় বাড়বে ততোই
ধ্বংসের দিকে এগিয়ে যাবে।
অ্যানোনিমাসের পক্ষ থেকে সব
ফেসবুক ব্যবহারকারীর কাছেই সমর্থন
চাওয়া হয়েছিলো। এ প্রসঙ্গে গ্রুপটির
ভাষ্য ছিলো, ‘ব্যক্তিগত নিরাপত্তার
জন্যই ফেসবুক অচল করে দেয়া উচিৎ’।
উল্লেখ্য, অ্যানোনিমাস হ্যাকার
গ্রুপটি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল
মনিটারি ফান্ড বা আইএমএফ, নিউজ
কর্পোরেশনের মতো নামী-
দামী প্রতিষ্ঠানকে নাকানি-
চুবানি খাইয়েছে।
আগের তথাকথিত হুমকি সত্ত্বেও ৫
নভেম্বর এসে গ্রুপটি সব
হুমকি অস্বীকার করে নির্ভয়ে ফেসবুক
পোস্ট চালিয়ে যাবার কথাই বলেছে।
অবশ্য এ প্রসঙ্গে ফেসবুকের পক্ষ
থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কোন মন্তব্য নেই :