পিতা প্রয়োজন অনুযায়ী ছেলের সম্পদ নিতে পারবে

কোন মন্তব্য নেই

অর্থ: জাবের বিন আব্দুল্লাহ [রাদিয়াল্লাহু আনহুমা]থেকে বর্ণিত। এক ব্যক্তি বলেছিলো: হেআল্লাহর রাসূল! আমার সম্পদ আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সমস্ত সম্পদ শেষ করে দিতে চান। তিনি বললেন:“তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার উপকারের জন্য”।
[সুনান ইবনু মাজাহ, হাদীসনং2291, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন]।


কোন মন্তব্য নেই :