অধীনস্থদের সঙ্গে আপনার আচরণ যেমন হবে

কোন মন্তব্য নেই

রাসূল (সাঃ) দাস দাসী ও দহীনস্থদের মনও যেভাবে দরকার সেভাবে জয় করে নিতেন। যেভাবে কথা বললে তাঁরা খুশি হবে তাঁদের সাথে সেভাবে কথা বলতেন। তাঁদের মনোভাব ও আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। যতদিন চাচা আবূ তালেব বেঁচে ছিলেন। ততদিন রাসূল মোটামুটি নিরাপদ ছিলেন। কিন্তু চাচা আবূ তালেবের মৃত্যুর পর কোরাইশরা রাসূলকে নিপীড়ন করার সীমা ছাড়িয়ে গেল। তাই রাসূল (সাঃ) তায়েফে গেলেন। রাসূল মনে করেছিলেন, সাকীফ গোত্র তাঁকে সাহায্য করবে। তিনি যে দীন নিয়ে এসেছেন তাঁরা তা গ্রহণ করবে। এ আশায় বুক বেঁধে তিনি একাই তায়েফের উদ্দেশ্যে যাত্রা করলেন।

কোন মন্তব্য নেই :