ইমাম আবু হানিফার বিচক্ষণতা
কোন মন্তব্য নেই

হুসাইন আল আসকর হতে বর্ণিত, কুফায় এক নিরীহ ভদ্রলোক বসবাস করত। একদিন তিনি ইমাম আবু হানিফা (রঃ) এর সামনে দিয়ে দ্রুত কোথাও যাচ্ছিলেন।

ইমাম সাহেব তাকে দেখে বলে উঠলেন, কোথায় যাওয়া হচ্ছে?
তিনি জবাব দিলেন, ইবনে আবু লাইলার কাছে যাচ্ছি।
ইমাম আবু হানিফা (রঃ) বললেন, সেখান থেকে ফিরে আমার সাথে দেখা করবেন।

আরো পড়ুনঃ  ইমাম আবু হানিফার বিচক্ষণতা

কোন মন্তব্য নেই :