ফটো সম্পর্কে সতর্কবাণী

কোন মন্তব্য নেই
মনে রাখতে হবে যে, মানুষ যে সকল
গোনাহ করে থাকে তন্মধ্যে অনেক
গোনাহ এমন রয়েছে যা গোপনে করা হয়।
হয়তো ভয়-ভীতির কারণে অথবা শরম-
লজ্জার কারণে গোপনে করা হয়ে থাকে।
আর এমন অনেক গোনাহ রয়েছে,
যা একে তো কবীরা গোনাহ, তাও আবার
প্রকাশ্যে করা হয়। যাতে বুঝা যায় যে,
অন্তরে না আছে ভয় ভীতি,
না আছে লজ্জা শরম। এমনই
একটি মারাত্মক গোনাহ
হচ্ছে ফটো তোলা এবং কাউকে দিয়ে ফটো
উঠানো। যারা এই ব্যাপারে নীরব
ভূমিকা পালন করেছেন
এবং নিজেদেরকে এতে জড়িয়ে রেখেছেন,
তাদেরকে অবশ্যই জাগ্রত হওয়া উচিত
এবং এর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ
নেয়া প্রয়োজন। কেননা এতে কেবল
তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না বরং-
ক. শরীয়তের একটি হারামকৃত কাজের
ব্যাপক প্রচার-প্রসারের পথ সুগম
হচ্ছে। খ. জনসাধারণের অন্তর
থেকে এই পাপাচারের ঘৃণা দূরীভূত
হয়ে তা কাম্য বস্তু হয়ে দাঁড়িয়েছে।
ফটো-চিত্র দৈনিক
সংবাদপত্রে ছাপানো এবং টিভি
ইত্যাদিতে প্রদর্শনের
কারণে প্রকারান্তরে এর বৈধতা ও
জায়েয হওয়ার মনোভাব
সৃষ্টি করা হচ্ছে। গ. যারা এ
কাজটিকে পাপ বলে জানেন তাদের
প্রতি আমার আহবান হলো-
(হক্কানী আলেম মাত্রই এটাকে পাপ
বলে জানেন) যদি আপনাদের
অগোচরে বা অজ্ঞাতে কেউ
ফটো তুলে নেয়, তাহলে অবগত হওয়ার
পর যথাযথভাবে এর প্রতিবাদ করুন!
সংবাদপত্রের
মাধ্যমে প্রতিবাদলিপি ছাপিয়ে
অপরাধীদেরকে সতর্ক করুন! অন্যথায়
এ ধরনের পাপাচারের পরেও নীরব ও
নমনীয় ভূমিকা আপনাদের নিজেদের
মধ্যে আস্থাহীনতা, মতবিরোধ ও
অনৈক্যর কারণ
হয়ে দাঁড়াবে এবং খোদায়ী শক্তি ও
সাহায্য-সহযোগিতার অভাবে অভিষ্ট
লক্ষ্য অর্জন হবে সুদূরপরাহত।
সমাপ্ত

Post by Dawtul Haq.

Blog eidtor_Syed Rubel.
ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকে
শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :