জানাযার নামায

কোন মন্তব্য নেই
মাসআলা
মানুষ মৃত্যুর পর দুনিয়ার জীবন
পাড়ি দিয়ে আখেরাতের জীবনে কদম
রাখে। দুনিয়াতে তার কোন কিছু করার
থাকে না, সে কেবল আত্মীয় স্বজন ও
হিতাকাংক্ষীদের প্রতি তাকিয়ে থাকে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে,
মৃতদেহকে কেন্দ্র করে রাজনৈতিক
টানাহেঁচড়া তো আছেই, উপরন্তু ধর্মের
নামে বেদআত, কুসংস্কার
ইত্যাদি গোনাহের কাজ
অনায়াসে করা হয়। নামাযের জানাযার
দৃশ্য ভিডিও করা হয়। তার
ফটো পত্রিকায় ছাপা হয়। এলবাম
করে রাখা হয়। অথচ এসব
হচ্ছে কবীরা গোনাহ। এই সমস্ত
অনুষ্ঠানে শয়তানবাহিনী উপস্থিত
হয়ে অত্যস্ত সহজেই স্বীয় কাজ
সম্পাদন করে থাকে। কিন্তু
কারো বাধা প্রদান ও প্রতিবাদ করার
হিম্মত হয় না। মুসলমানদের
ঈমানী শক্তি কোথায় হারিয়ে গেল।
নিজের হাতে মসজিদ মাদরাসা, খানকাহ
ও ঈদগাহ তৈরি করে সেখানে র্শিক্,
বিদআত এবং গোনাহের প্রয়াস
চালানো হচ্ছে এর চেয়ে দুঃখজনক
ব্যাপার আর কি হতে পারে!

Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :