প্রশ্নঃ এটা কি বৈপরীত্য নয় যে কুরআন এক স্থানে ইবলিসকে বলছে ফেরেশ্তা এবং অন্যস্থানে তাকে জ্বিন বলছে?

কোন মন্তব্য নেই
উত্তরঃ ডাঃ জাকির নায়েকঃ
আল-কুরআনের বিভিন্ন স্থানে ইবলিস
এবং আদম (আ) এর কাহিনী উল্লেখ
করা হয়েছে।
সূরা বাকারায়, সুরা আরাফে, সূরা হিজরে,
সূরা ইসরা, সূরা কাহফে, সূরা ত্বহা,
সূরা সা’দ এবং বিভিন্ন স্থানে । কুরআন
বলছে-
“আর যখন
আমি ফেরেশতাদেরকে বললাম,
তোমরা সিজদা কর, অতঃপর ইবলিস
ছাড়া, আর সবাই সিজদা করল। এই
নির্দেশ অস্বীকার করে সে কাফেরদের
অন্তর্ভুক্ত হয়ে গেল। ”
{আল-বাকারা, আয়াত ৩৪}
যদি বিশ্লেষণ করেন, দেখবেন সাত
স্থানে ইবলিসকে ফেরেশতা বলা হয়েছে।
একস্থানে ইবলিসকে জ্বিন বলা হয়েছে।
এটা কি বৈপরিত্য নয়?
এটা হলো পবিত্র কুরআনের
ইংরেজী অনুবাদ, কিন্তু কুরআন
আরবী ভাষায় নাজিল হয়েছে,
আরবীতে তাগলীব নামে ব্যাকরণের
পরিভাষা রয়েছে।
যাতে অধিকাংশকে সম্বোধন করা হয়।
যদিও কম অংশ এর অন্তর্ভুক্ত থাকে।
আমি উদাহরণ দেই। মনে করুন এক
শ্রেণীতে ১০০ জনের মধ্যে একজন
ছাত্রী এবং ৯৯ জন ছাত্র।
আমি যদি আরবিতে বলি সকল ছাত্র
দাঁড়াবে তাহলে সে সময় ছাত্রীটিও
দাঁড়াবে। কারণ সে তো তাগলীব এর
নিয়ম জানে।

“আরবীত
আরেকটি মূলনীতি আছে (Majority
must be granted অর্থাৎ
অধিকাংশ সকলের বিধান বহন করে)।
কিন্তু যদি আমি ইংরেজিতে বলি সব
বালক দাঁড়াও তাহলে শুধু ৯৯ জন
বালকই দাঁড়াবে, বালিকাটি দাড়াবেনা।”
সুতরাং, কুরআন আরবীতে নাযিল
হয়েছিল। যখন বলছে,
আমরা ফেরেশতাদের বললাম সিজদা কর,
সব সিজদা করল, ইবলিস ছাড়া।
এটা দ্বারা বুঝাচ্ছে বেশিরভাগ ছিল
ফেরেশতা। ইবলিস
ফেরেশতা হতে পারে নাও হতে পারে।
কিন্তু ১৮নং সূরা কাহফের
৫০নং আয়াতে বলা হয়েছে সে ছিল
জ্বিন। তাই আমাদের
এক্ষেত্রে আরবী কায়েদা ‘তাগলীব’ এর
প্রয়োগ করতে হবে।
দ্বিতীয়ত, ফেরেশতাদের নিজস্ব
কোনো ইচ্ছে নেই। আল্লাহ্ যা বলেন,
তারা তা সাথে সাথে মান্য করেন।
জ্বিনদের ইচ্ছের
স্বাধীনতা রয়েছে এটাও একটা প্রমান
যে ইবলিস জ্বিনদের অন্তর্ভুক্ত ছিল।
আশা করি উত্তর বুঝতে পেরেছেন।
সূত্র - ইসলাম ও অন্যান্য ধর্ম
এবং ডাঃ জাকির নায়েকের বিশ্লেষণ

ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "ইভটিজিং ঠেকাতে শরয়ী পর্দার বিকল্প নেই [জুনাইদ আল হাবিব]

ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :