মওতেরও কি মরণ হবে?

কোন মন্তব্য নেই
আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
কিয়ামতের দিন সাদা-কালো মিশ্রিত
রঙ্গের ভেড়ার
আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে এবং
একজন ঘোষণাকারী প্রথমে জান্নাতের
অধিবাসীদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস
করবেনঃ হে জান্নাতবাসীগণ! ডাক
শুনে তারা মাথা উঠিয়ে দেখবে।
সে বলবেঃ তোমরা কি একে চেন?
তাঁরা বলবেনঃ আমরা তাকে চিনি।
সে হলো মওত। কারণ প্রত্যেকেই
(মৃত্যূর সময়) তাকে দেখেছে। অতঃপর
সে জাহান্নামীদেরকে ডাক
দিয়ে বলবেঃ হে জাহান্নামীগণ! ডাক
শুনে তারা মাথা উঠিয়ে দেখবে। সে তখন
বলবেঃ তোমরা কি একে চেন? তারাও
বলবেঃ আমরা তাকে চিনি।
সে হলো মওত। কারণ প্রত্যেকেই
(মৃত্যূর সময়) তাকে দেখেছে। অতঃপর
তাকে যবেহ করে দেয়া হবে।
অপর বর্ণনায় আছে, তাকে জান্নাত ও
জাহান্নামের মাঝখানে একটি জায়গায়
যবেহ করা হবে।
তারপর বলা হবেঃ হে জান্নাতীগণ!
তোমরা এখানে চিরকাল থাকবে।
তোমাদের আর কোন দিন মৃত্যু হবেনা।
জাহান্নামীদেরকে ডাক
দিয়ে বলা হবেঃ তোমরা চিরকাল
শাস্তি ভোগ করবে। তোমাদের আর
মৃত্যু হবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু
অলাইহি ওয়া সাল্লাম কুরআনের এই
আয়াতটি পাঠ করলেনঃ
ﻭَﺃَﻧْﺬِﺭْﻫُﻢْ ﻳَﻮْﻡَ ﺍﻟْﺤَﺴْﺮَﺓِ ﺇِﺫْ ﻗُﻀِﻲَ
ﺍﻷﻣْﺮُ ﻭَﻫُﻢْ ﻓِﻲ ﻏَﻔْﻠَﺔٍ ﻭَﻫُﻢْ ﻻ
ﻳُﺆْﻣِﻨُﻮﻥَ
আপনি তাদেরকে পরিতাপের দিবস
সম্পর্কে হুশিয়ার করে দিন যখন সব
ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন
তারা অসাবধানতায়
আছে এবং তারা বিশ্বাস স্থাপন
করছে না। (সুরা মারইয়ামঃ ৩৯)
এই হাদীছটি ইমাম বুখারী তাঁর সহীহ
গ্রন্থে বর্ণনা করেছেন।
টিকাঃ
অন্য বর্ণনায় এসেছে, মওতকে যবেহ
করার এ দৃশ্য
দেখে এবং ঘোষণা শুনে বেহেশতবাসীদের
আনন্দ ও খুশী আরো বেড়ে যাবে এবং
জাহান্নামীদের দুঃখ ও পেরেশানী আরও
বৃদ্ধি পাবে।
হে আল্লাহ! আমাদেরকে এবং আমাদের
পিতা-মাতা ও আপনার প্রিয়
বান্দাদেরকে জাহান্নামের আযাব
থেকে রক্ষা করুন এবং জান্নাতের
নেয়া’মত লাভে ধন্য করুন! আমীন।
Post by Dineralo
Next post ইমাম বুখারী (রহ.) এর সংক্ষিপ্ত
জীবনী

ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :