ফটোর প্রয়োজনীয়তা ও উপকারিতা

কোন মন্তব্য নেই
মাসআলা
উপরোক্ত আলোচনার দৃষ্টিকোণ
থেকে ফটোর
ব্যাপারটি বিবেচনা করা যায়- ক.
ফটো ও চিত্র প্রদর্শনীর
কারণে ধর্মীয়, সামাজিক এবং দুনিয়া ও
আখেরাতের ক্ষতির দিক
বিবেচনা করলে তা হারাম ও নাজায়েয
হিসেবে সাব্যস্ত হয়। কারণ উপকার ও
লাভের দিকটি ক্ষতির মোকাবেলায়
গ্রহণযোগ্য হয় না।
বল্গাহীনভাবে ফটো ও চিত্র
প্রদর্শনীর কারণে আজ মুসলমানদের
মধ্যে যে পরিমাণ অপরাধ প্রবণতা ও
নির্লজ্জতা বৃদ্ধি পেয়েছে তা বলার
অপেক্ষা রাখে না। খ. তবে বিশেষ
প্রয়োজনে স্থান-কাল-
পাত্রভেদে ফটোর অনুমতি রয়েছে।
যথা রোগীর এক্সরে। সাধারণত
এক্সরে-র জন্য সমস্ত শরীরের
প্রয়োজন হয় না, বরং দেহের বিশেষ
বিশেষ অংশের ফটো নেয়া হয়। এরূপ
ফটো তোলা হারাম নয়। কেননা হারাম
হচ্ছে প্রাণী দেহের পূর্ণ
ফটো অথবা উপরের অর্ধভাগের
ফটো তোলা। এমনিভাবে মাথাবিহীন
ফটোরও প্রয়োজনে অনুমতি রয়েছে।
তাই এরূপ ফটো তোলা হারামের
অন্তর্ভুক্ত নয়। গ. আর যদি সমস্ত
দেহের ফটোর প্রয়োজন অত্যাবশ্যকীয়
হয়ে পড়ে, তাহলে এ ক্ষেত্রেও শরীয়ত
অনুমতি প্রদান করেছে।
হারানো বিজ্ঞপ্তি,
অপরাধীকে গ্রেফতার করার
ব্যাপারটিও
এভাবে বিবেচনা করতে হবে। যদি আর
কোন উপায়ে উদ্দেশ্য সাধন
করা সম্ভব না হয়, তাহলে এই বিশেষ
ক্ষেত্রে অনুমতি প্রদান করা হয়েছে,
কিন্তু এটাকে স্থান-কাল পাত্র
নির্বিশেষে ব্যাপকভাবে ফটো তোলার
পক্ষে যুক্তি এবং উদাহরণ হিসেবে পেশ
করা যাবে না।

Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :