99) সূরা যিলযাল (মদীনায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 8 [বাংলা অর্থ সহ]

কোন মন্তব্য নেই
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-8 |
ﺇِﺫَﺍ ﺯُﻟْﺰِﻟَﺖِ ﺍﻟْﺄَﺭْﺽُ
ﺯِﻟْﺰَﺍﻟَﻬَﺎ
(1
যখন পৃথিবী তার
কম্পনে প্রকম্পিত হবে,
When the earth is
shaken with its
(final) earthquake.
ﻭَﺃَﺧْﺮَﺟَﺖِ ﺍﻟْﺄَﺭْﺽُ
ﺃَﺛْﻘَﺎﻟَﻬَﺎ
(2
যখন সে তার বোঝা বের
করে দেবে।
And when the
earth throws out
its burdens,
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟْﺈِﻧﺴَﺎﻥُ ﻣَﺎ ﻟَﻬَﺎ
(3
এবং মানুষ বলবে, এর
কি হল ?
And man will say:
”What is the
matter with it?”
ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﺗُﺤَﺪِّﺙُ ﺃَﺧْﺒَﺎﺭَﻫَﺎ
(4
সেদিন সে তার বৃত্তান্ত
বর্ণনা করবে,
That Day it will
declare its
information (about
all what happened
over it of good or
evil).
ﺑِﺄَﻥَّ ﺭَﺑَّﻚَ ﺃَﻭْﺣَﻰ ﻟَﻬَﺎ
(5
কারণ, আপনার
পালনকর্তা তাকে আদেশ
করবেন।
Because your Lord
has inspired it.
ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﻳَﺼْﺪُﺭُ ﺍﻟﻨَّﺎﺱُ
ﺃَﺷْﺘَﺎﺗًﺎ ﻟِّﻴُﺮَﻭْﺍ ﺃَﻋْﻤَﺎﻟَﻬُﻢْ
(6
সেদিন মানুষ বিভিন্ন
দলে প্রকাশ পাবে,
যাতে তাদেরকে তাদের
কৃতকর্ম দেখানো হয়।
That Day mankind
will proceed in
scattered groups
that they may be
shown their deeds.
ﻓَﻤَﻦ ﻳَﻌْﻤَﻞْ ﻣِﺜْﻘَﺎﻝَ ﺫَﺭَّﺓٍ
ﺧَﻴْﺮًﺍ ﻳَﺮَﻩُ
(7
অতঃপর কেউ অণু পরিমাণ
সৎকর্ম
করলে তা দেখতে পাবে
So whosoever does
good equal to the
weight of an atom
(or a small ant),
shall see it.
ﻭَﻣَﻦ ﻳَﻌْﻤَﻞْ ﻣِﺜْﻘَﺎﻝَ ﺫَﺭَّﺓٍ
ﺷَﺮًّﺍ ﻳَﺮَﻩُ
(8
এবং কেউ অণু পরিমাণ
অসৎকর্ম করলে তাও
দেখতে পাবে।
And whosoever
does evil equal to
the weight of an
atom (or a small
ant), shall see it.
Ayahs: | 1-8 |

Next 100) সূরা আদিয়াত (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 11 [বাংলা অর্থ সহ]
এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :