106) সূরা কোরাইশ (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 4[বাংলা অর্থ সহ]

কোন মন্তব্য নেই
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-4 |
ﻟِﺈِﻳﻠَﺎﻑِ ﻗُﺮَﻳْﺶٍ
(1
কোরাইশের আসক্তির কারণে,
(It is a great Grace
and Protection from
Allâh), for the taming
of the Quraish,
ﺇِﻳﻠَﺎﻓِﻬِﻢْ ﺭِﺣْﻠَﺔَ ﺍﻟﺸِّﺘَﺎﺀ
ﻭَﺍﻟﺼَّﻴْﻒِ
(2
আসক্তির কারণে তাদের শীত
ও গ্রীষ্মকালীন সফরের।
(And with all those
Allâh’s Grace and
Protections for their
taming, We cause)
the (Quraish)
caravans to set forth
safe in winter (to the
south), and in
summer (to the north
without any fear),
ﻓَﻠْﻴَﻌْﺒُﺪُﻭﺍ ﺭَﺏَّ ﻫَﺬَﺍ ﺍﻟْﺒَﻴْﺖِ
(3
অতএব তারা যেন এবাদত
করে এই ঘরের পালনকর্তার
So let them worship
(Allâh) the Lord of
this House (the
Ka’bah in Makkah).
ﺍﻟَّﺬِﻱ ﺃَﻃْﻌَﻤَﻬُﻢ ﻣِّﻦ ﺟُﻮﻉٍ
ﻭَﺁﻣَﻨَﻬُﻢ ﻣِّﻦْ ﺧَﻮْﻑٍ
(4
যিনি তাদেরকে ক্ষুধায় আহার
দিয়েছেন
এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে
নিরাপদ করেছেন।
(He) Who has fed
them against hunger,
and has made them
safe from fear.
Ayahs: | 1-4 |

তারপরের সূরা "107) সূরা মাউন (মক্কায় অবতীর্ণ) , আয়াত সংখ্যা 7[বাংলা অর্থ সহ]
এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :