102) সূরা তাকাসূর (মক্কায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 8 [বাংলা অর্থ সহ]

কোন মন্তব্য নেই
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ
ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর
নামে যিনি পরম করুণাময়,
অতি দয়ালু। eee
Ayahs: | 1-8 |
ﺃَﻟْﻬَﺎﻛُﻢُ ﺍﻟﺘَّﻜَﺎﺛُﺮُ
(1
প্রাচুর্যের
লালসা তোমাদেরকে গাফেল
রাখে,
The mutual rivalry
for piling up of
worldly things
diverts you,
ﺣَﺘَّﻰ ﺯُﺭْﺗُﻢُ ﺍﻟْﻤَﻘَﺎﺑِﺮَ
(2
এমনকি,
তোমরা কবরস্থানে পৌছে যাও।
Until you visit the
graves (i.e. till you
die).
ﻛَﻠَّﺎ ﺳَﻮْﻑَ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
(3
এটা কখনও উচিত নয়।
তোমরা সত্ত্বরই জেনে নেবে।
Nay! You shall come
to know!
ﺛُﻢَّ ﻛَﻠَّﺎ ﺳَﻮْﻑَ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ
(4
অতঃপর এটা কখনও উচিত
নয়। তোমরা সত্ত্বরই
জেনে নেবে।
Again, Nay! You shall
come to know!
ﻛَﻠَّﺎ ﻟَﻮْ ﺗَﻌْﻠَﻤُﻮﻥَ ﻋِﻠْﻢَ ﺍﻟْﻴَﻘِﻴﻦِ
(5
কখনই নয়;
যদি তোমরা নিশ্চিত জানতে।
Nay! If you knew
with a sure
knowledge (the end
result of piling up,
you would not have
occupied yourselves
in worldly things)
ﻟَﺘَﺮَﻭُﻥَّ ﺍﻟْﺠَﺤِﻴﻢَ
(6
তোমরা অবশ্যই জাহান্নাম
দেখবে,
Verily, You shall see
the blazing Fire (Hell)
!
ﺛُﻢَّ ﻟَﺘَﺮَﻭُﻧَّﻬَﺎ ﻋَﻴْﻦَ ﺍﻟْﻴَﻘِﻴﻦِ
(7
অতঃপর তোমরা তা অবশ্যই
দেখবে দিব্য প্রত্যয়ে,
And again, you shall
see it with certainty
of sight!
ﺛُﻢَّ ﻟَﺘُﺴْﺄَﻟُﻦَّ ﻳَﻮْﻣَﺌِﺬٍ ﻋَﻦِ
ﺍﻟﻨَّﻌِﻴﻢِ
(8
এরপর অবশ্যই সেদিন
তোমরা নেয়ামত
সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
Then, on that Day,
you shall be asked
about the delight
(you indulged in, in
this world)!
Ayahs: | 1-8 |

Next 103) সূরা আছর (মক্কায় অবতীর্ণ) , আয়াত সংখ্যা 3[বাংলা অর্থ সহ]]
এই সূরা টি ফেসবুকে শেয়ার করে আপনার দ্বীনি ভাই বোনদের কে কোরআন শিক্ষা দিন । যে কোরআনের একটি অক্ষর শিখবে, দয়াময় আল্লাহ তাঁর আমলনামায় দশটি নেকী লিখবেন ।যে শিখাবে, তাকেও দশটি নেকী দেওয়া হবে ।সর্বশ্রেষ্ঠ তিনি কোরআন শিক্ষা গ্রহন ও অন্যদেরকে কোরআনের শিক্ষা দেয় যিনি ।হে মহান আল্লাহ তাঁয়ালা, দ্বীনি খেদমতে আমাদের সবাইকে কবুল করুন ।আমিন । প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :