প্রতিষ্ঠা এবং শারীরিক সম্পর্ক

কোন মন্তব্য নেই
আপনি নিশ্চয়ই বহু স্বামী-
স্ত্রী কে কোন কারণ ছাড়াই বা তুচ্ছ
কোন কারণে ভীষণ
ঝগড়া করতে দেখেছেন৷
বাইরে থেকে দেখে হয়ত আমাদের
মনে হয় এই ঝগড়া বা বিবাদের কোন
কারণ নেই৷ হয়ত বা স্বামী-
স্ত্রী নিজেরাই ঝগড়া করার
পরে ভাবেন এভাবে ঝগড়া করার কোন
কারণই নেই৷ কিন্তু গবেষকদের এই
বিষয়ে মন্তব্য কিন্তু অন্যরকম৷
তাদের বক্তব্য আপাত
বিনা কারণে ঝগড়া বলে মনে হলেও এর
পেছনে অন্য কারণ আছে৷ এর মূখ্য
কারণ হল প্রতিষ্ঠা,
মর্যাদা এবং স্বামী-স্ত্রীর শারীরিক
সম্পর্কের বোঝাপড়া৷
সাধারণ ভাবে দেখতে গেলে সম্পর্কের
মধ্যে এই বৈরিতা, ঝগড়া করার
প্রবণতার পেছনে শারীরিক
দিকটিকে সরাসরি যুক্ত
বলে মনে না হলেও গবেষনা জানাচ্ছে এর
প্রধান কারণ শারীরিক দিকটি৷
শারীরিক সম্পর্কের দিকেও পুরুষের
তাদের আধিপত্য
প্রতিষ্ঠা করতে আগ্রহী থাকে৷ কোন
কারণে তাদের এই প্রাধান্য প্রতিষ্ঠার
ক্ষেত্রে বাধার সৃষ্টি হলে স্বামী-
স্ত্রীর মধ্যে চূড়ান্ত
পর্যায়ে অশান্তির সৃষ্টি হয়৷
শুধুমাত্র শারীরিক সম্পর্কের
ক্ষেত্রে প্রাধান্য বিস্তার নয়
পুরুষেরা তাদের কাজ, সামাজিক
প্রতিষ্ঠা, সর্বত্রই নিজেদের
পদমর্যাদা নিয়ে ভীষণ ওয়াকিবহাল
থাকেন৷ সামাজিক দিক থেকে উচ্চ
স্থানে নিজেদের
প্রতিষ্ঠা ধরে রাখতে তারা সব সময়ই
সচেষ্ট থাকেন৷ শারীরিক সম্পর্ক
এবং সামাজিক প্রতিষ্ঠা উভয় দিকই
পুরুষের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ৷
আর এই সামাজিক প্রতিষ্ঠা পাওযার
সঙ্গে সঙ্গে তারা সমাজের সেই
উচ্চতায় প্রতিষ্ঠিত মহিলার সঙ্গই
কামনা করেন৷ তারা শারীরিক মিলনের
ক্ষেত্রেও সেই মহিলাকেই চান যার
সঙ্গে তার মর্যাদার মিল রয়েছে৷
শারীরিক মিলন শুধু নয় তারা তাদের
সন্তানের জন্মের ক্ষেত্রে এমন
মহিলাকেই পছন্দ করেন৷
তাদের মানসিকতার মিল তাদের যৌন
পরিতৃপ্তি এনে দিতে সমর্থ হয়৷
সামাজিকতা এবং মানসিকতায় এক এমন
পুরুষ নারীর সম্পর্কের
মধ্যে ঝগড়া বা অশান্তির
প্রবণতা কম দেখা যায়৷
সোমবার, 15 ডিসেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

কোন মন্তব্য নেই :