আল্লাহ

কোন মন্তব্য নেই
ইসলাম ধর্ম অনুযায়ী, আল্লাহ্ (আরবি:
ﺍﷲ আল্লাহ) হল বিশ্বজগতের একমাত্র
স্রষ্টা এবং প্রতিপালকের নাম।
আল্লাহ শব্দটি প্রধানতঃ মুসলিমরাই
ব্যবহার করে থাকেন। তবে বাহাই,
আরবী-ভাষী ক্যাথলিক খ্রিস্টান,
মাল্টাবাসী রোমান ক্যাথলিক, পূর্ব-
এশিয়ার অর্থোডক্স খ্রিস্টান,
মিজরাহী ইহুদি, এবং শিখ সম্প্রদায়ও
আল্লাহ শব্দ ব্যবহার করে থাকেন।
[১][২][৩]
শব্দের ইতিহাস
আরবী ভাষায় লিখিত আল্লাহ নামের
অংশসমূহ :
1. আলিফ
2. হামযাতুল ওয়াসল (ﻫﻤﺰﺓ ﻭﺻﻞ)
3. লাম
4. লাম
5. তাশদীদ (ﺷﺪﺓ)
6. খাড়া আলিফ (ﺃﻟﻒ ﺧﻨﺠﺮﻳﺔ)
7. হা
আল্লাহ শব্দটি আরবী আল(বাংলায়
যার অর্থ সুনির্দিষ্ট বা একমাত্র)
এবং ইলাহ(বাংলায় যার অর্থ ঈশ্বর বা
সৃষ্টিকর্তা) শব্দদ্বয়ের সম্মিলিত রূপ,
যার অর্থ দাড়ায় একমাত্র ঈশ্বর বা
একক ঈশ্বর(ὁ θεὸς μόνος, ho
theos monos).[৪]। একই
শব্দমূল-বিশিষ্ট শব্দ অন্যান্য
সেমিটিক ভাষাতেও পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, বলা যায়, হিব্রু এবং
আরামাইক ভাষার কথা। [৫]প্রাচীন
হিব্রু ভাষায় শব্দটি বেশির ভাগ
ক্ষেত্রেই বহুবচন এলোহিম אֱלֹהִ֔ים
(কিন্তু অর্থের দিক দিয়ে একবচন)
হিসেবে ব্যবহার হয়েছে। আর আরামাইক
ভাষায় শব্দটির রূপ ʼĔlāhā ܐܗܠܐ বা
ʼAlâhâ ܐܵܗܵܠܲܐ। কিন্তু এই শব্দটির
অর্থ এই সব ভাষাতেই সমার্থক, একক
ঈশ্বর। [৬]শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ
সাহিব-এ এই আল্লাহ(পাঞ্জাবি: ਅਲਹੁ)
শব্দটি ৪৬ বার ব্যবহৃত হয়েছে।
[ তথ্যসূত্র প্রয়োজন]
ইসলাম-পূর্ব আরবেও আল্লাহ নামের
ব্যবহার খুঁজে পাওয়া যায়। কিন্তু
তা করতো শুধুমাত্র সৃষ্টিকারী
দেবতা(খুব
সম্ভবতঃ সবচেয়ে শক্তিশালী জন)
বুঝাতে।[৭][৮] তবে আল্লাহ (একজন
দেবতা হিসেবে)
সম্পর্কে ধারনা বিভিন্ন
ধর্মে বিভিন্ন। ইসলাম-পূর্ব
আরবে পৌত্তলিক আরবরা
আল্লাহকে একক মনে করতো না।
বরং তার সাথে সঙ্গী-সাথী, এবং পুত্র-
কন্যার ধারনা সংযুক্ত করেছিলো,
যা ইসলামী যুগে সমূলে উত্পাটন
করা হয়। ইসলামে আল্লাহ
শব্দটি দ্বারা এক, অদ্বিতীয়
এবং অবিনশ্বর ঈশ্বরের দিকে ইঙ্গিত
করা হয়, এবং সমস্ত স্বর্গীয়
গুনবাচক নামকে সেই একক স্বত্তার
নাম বলে সংজ্ঞায়িত করা হয়।[৯]
ইসলামিক ভাষ্যনুযায়ী, আল্লাহ এক,
অদ্বিতীয়, সমস্ত-জগতের-
সৃষ্টিকর্তা, সর্বত্র বিরাজমান, একক
অধীশ্বর। এই কারণে বর্তমান-যুগের
আরব-খ্রীস্টানেরা মুসলিমদের
থেকে পার্থক্য সৃষ্টি করতে Allāh
al-ʾAb (ﺍﻟﻠﻪ ﺍﻷﺏ, "God the
Father" (অর্থাৎ, ঈশ্বর-পিতা)
শব্দ ব্যবহার করে।[১০]
এমনিভাবে কুরআনে বর্ণিত
আল্লাহশব্দার্থ, এবং হিব্রু
বাইবেলে বর্ণিত আল্লাহ শব্দের
অর্থে মিল এবং অমিল দুটি আছে।
[১১]
ইউনিকোডে আরবী আল্লাহ শব্দের
জন্য একটি বিশেষ কোড, ﷲ = U
+FDF2, সংরক্ষিত রাখা আছে।[১২]
অনেক আরবী ফন্টেও ﷲ
শব্দটিকে একটি স্বকীয় অক্ষর
হিসেবে ডিজাইন করা হয়েছে।[১৩]
Allah-green.svg
মেডেলে আল্লাহর নাম
দেখা যাচ্ছে হাগিয়া সফিয়া,ইস্তানবুল,তু
রস্কতে।
পুরাতন মসজিদ,তুরস্ক।
আরবিতে ব্যবহার Wiki
এই পরিচ্ছেদটি পরিবর্ধন
করা প্রয়োজন।
ইসলাম-পূর্ব আরব
ইসলাম-পূর্ব
আরবে,মক্কাবাসী পৌত্তলিকেরা
আল্লাহকে সৃষ্টিকর্তা দেবতা হিসেবে,
এবং খুব
সম্ভবতঃ সবচেয়ে শক্তিশালী দেবতা হিস
েবে।[১৪] কিন্তু একক এবং অদ্বিতীয়
ঐশ্বরিক শক্তি হিসেবে নয়।
বরং পৃথিবীর সৃষ্টিকারী এবং বৃষ্টি-
দানকারী স্বত্তা হিসেবে। আল্লাহর
প্রকৃত স্বরূপ তাদের ধারনায় খুব
পরিস্কার ছিল না।[৪] তাদের
ধারনা ছিলো যে, আল্লাহর
আরো সঙ্গী-সাথী আছে,
যাদেরকে তারা অধীনস্থ
দেবতা হিসেবে পূজা করতো।
তারা আরো ধারনা করতো যে,
আল্লাহর সঙ্গে জ্বিনজাতির
আত্মীয়তা-ধরনের কোনো সম্পর্ক
আছে[১৫] তারা আল্লাহর পূত্র
আছে বলেও সাব্যস্থ করেছিলো [১৬]
এবং তত্কালীন আঞ্চলিক
দেবতা লা'ত, উজ্জা,
মানাতকে তারা আল্লাহর
কন্যা সাব্যস্থ করেছিলো [১৭]। খুব
সম্ভবতঃ, মক্কার আরবরা আল্লাহকে
ফেরেশতা বা স্বর্গীয় দূত
হিসেবে ধারনা করতো।[১৮][১৯] যার
কারনে বিপদগ্রস্থ অবস্থায় তারা
আল্লাহ ডাকতো।[১৯][২০]
এমনকি নিজেদের নামকরনেও তারা
আব্দাল্লাহ(অর্থাৎ, আল্লাহর বান্দা
বা গোলাম) শব্দটি ব্যবহার করতো।
উদাহরণস্বরূপ বলা যায়, মুহাম্মাদ(স.)
এর পিতার নাম ছিলো ʿAbd-Allāh
(ﻋﺒﺪﺍﻟﻠﻪ ) আব্দাল্লাহ'[১৯]।
ইসলাম
ইসলামিক ভাষ্যমতে আল্লাহর প্রধান
কয়েকটি নাম
মূল নিবন্ধ: আসমাউল হুসনা
আল্লাহর নাম (আরবি)
অর্থ
কুরআনে যেখানে আছে
আল্লাহ
আল্লাহ
১:১,৩:১৮, ৫:১০৯, ৬:১২৪,
৭:১৮০, ৮:৪০, ১৬:৯১,
২০:৮, ৫৭:৫, ৬৫:৩, ৭৪:৫৬,
৮৫:২০
আল খবীর
যিনি গোপন ও প্রকাশ্য, ঘটিত ও
অঘটিত সবকিছু সম্বন্ধে অবহিত
আছেন
২:২৩৫, ১৭:৪৪, ২২:৫৯,
৩৫:৪১
আস সালাম
ত্রুটিমুক্ত, সম্পূর্ণ, শ্রেষ্ঠত্বের
চূড়ান্ত
৫৯:২৩
আল ওয়াদুদ
যিনি সীমাহীন ভাবে ভালোবাসেন
এবং ভালোবাসা পান
১১:৯০, ৮৫:১৪
আল মুমিন
বিশ্বস্ত, ওয়াদা পালনকারী
৫৯:২৩
আল হক্ক
সত্য
৬:৬২, ২২:৬, ২৩:১১৬,
২৪:২৫
আল হাই
চিরঞ্জীব
২:২৫৫, ৩:২, ২৫:৫৮, ৪০:৬৫
আল গনী
যাঁর কোন অভাব নেই
৩:৯৭, ৩৯:৭, ৪৭:৩৮,
৫৭:২৪, ৯:২৮
আল মুগনী
যিনি সব ধরণের অভাব দূর করেন
৯:২৮
আস সাবুর
ধৈর্য্যধারণকারী
আল গাফুউর
অসীম ক্ষমাশীল
আল মুইয
সম্মান ও মর্যাদা দানকারী
আল দার
শাস্তি দানকারী
আর রাহমান
অনন্ত করুণাময়
আল কারিম
অসীম দাতা
আস সুবহান
সর্বত্রুটিমুক্ত বিধায় পরম পবিত্র

কোন মন্তব্য নেই :