শারীরিক সম্পর্ক – কনট্রাসেপ্টিভ

কোন মন্তব্য নেই
শারীরিক মিলনের সময় কনট্রাসেপ্টিভ
ব্যবহার করলে তা মিলনকালীন আনন্দ
বাড়িয়ে দেয়৷ সাধারণ মানুষের
মধ্যে প্রচলিত ধারণা আছে, শারীরিক
মিলনের সময়ে কনট্রাসেপ্টিভ
হিসাবে কনডোম ব্যবহার
করলে তা শারীরিক মিলনের আনন্দ কম
করে৷ কিন্তু যারা হরমোনাল
কনট্রাসেপ্টিভ এবং কনডোম দুটিই
ব্যবহার করেন তাদের
অভিজ্ঞতা কিছুটা আলাদা৷ তাদের
মতে এই পদ্ধতিতে তারা শারীরিক
মিলন উপভোগ করে৷
মহিলাদের কাছে শারীরিক মিলনের
ক্ষেত্রে দুটি বিষয়ই প্রাধান্য পায়৷
মিলনের সময়ে আনন্দ এবং পূর্ণ
পরিতৃপ্তি৷ তাই পুরুষ দের কনডোম
ব্যবহারের ক্ষেত্রে মহিলাদের
পরিতৃপ্তি নিয়ে প্রশ্ন দেখা যায়৷
মহিলারা অনেক ক্ষেত্রে ভাবেন
পুরুষদের কনডোম ব্যবহার তাদের
পরিতৃপ্তির ক্ষেত্রে বাধার
সৃষ্টি করে৷
কিন্তু আধুনিক কনট্রাসেপ্টিভ
ব্যবহারের দ্বারা দেখা গেছে পুরুষ
এবং মহিলা উভয়েই শারীরিক মিলনের
দিক টি পরিপূর্ণ ভাবে উপভোগ করার
সঙ্গে সঙ্গে পরিতৃপ্তও হতে পারছেন৷
কাজেই এখন আর আগের সেই বদ্ধমূল
ধারণা শারীরিক মিলনের
ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে না৷
তা আনন্দ উপভোগের নতুন সুযোগ
এনে দেয়৷
বৃহস্পতিবার, 11 ডিসেম্বর 2008
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম

কোন মন্তব্য নেই :