যৌন অক্ষমতা ও ভায়াগ্রা

কোন মন্তব্য নেই
পুরুষের দুর্বলতা বা যৌন
অক্ষমতা চিকিৎসার
ক্ষেত্রে ভায়াগ্রা ওষুধটি প্রয়োগ
করা হয়ে থাকে।
ভায়াগ্রা শব্দটি আজকের বিশ্বে-পুরুষ
নির্বিশেষে সবাই জ্ঞাত। এটির মূল
যে রাসায়নিক উপকরণ
সেটি হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট।
১৯৯৮ সালের মার্চ মাসের ২৭
তারিখে এফডিএ/ফেডারেল অব ড্রাগ
এ্যাসোসিয়েশন
ভায়াগ্রা ওষুধটিকে বাজারজাতকরণের
জন্য স্বীকৃতি প্রদান করে । এখন
পর্যন্ত যৌন অক্ষমতা বা ধ্বজভঙ্গ
রোগের চিকিৎসায় ভায়াগ্রা এগিয়ে।
যেসব পুরুষরা নানা রকমের শারীরিক
বা মানসিক রোগের শিকার
হয়ে পুরুষত্বহীন হয়েছিলেন
ভায়াগ্রা ছোঁয়ায় তারা নতুন জীবনের
সন্ধান পেয়েছেন। ভায়াগ্রা ওষুধটিপর
উদ্ভব কি ভাবে হয়েছিল,
এটি কিভাবে আমাদের শরীরের
ওপরে কাজ করে, এর নানা ধরনের
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কি কি,
অন্যান্য ওষুধের
সঙ্গে এটি খেলে কি ধরণের রি-
এ্যাকশন
হতে পারে ইত্যাদি নিয়ে আমরা
আলোকপাত করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ
কথা হলো ভায়াগ্রা ব্যতীত অন্যান্য
প্রাকৃতিক যেসব খাদ্য উপাদান
বা পদার্থ রয়েছে।
যেগুলো কি না পুরুষের
দুর্বলতা চিকিৎসায় বেশ ভালো ও
ফলপ্রসূ
ভূমিকা রাখতে পারে সেইগুলো নিয়েও
গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে।
পুরুষত্বহীনতা বা পুরুষের
দুর্বলতা চিকিৎসায় সিনডেনাফিল
সাইট্রেটের যত কার্যকারীতাই থাকুক
না কেন এর বিভিন্ন ধরনের
পার্শ্বপ্রতিক্রিয়াকে অনেকের
ক্ষেত্রেই পাশ কাটানো সম্ভব হয় না।
সেক্ষেত্রে যৌন অক্ষমতার বিকল্প
প্রাকৃতিক
চিকিৎসা পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ
ইস্যু বলে আমি মনে করি। এসকল
নানা প্রকৃতিক চিকিৎসা পদ্ধতির
মাঝে যেসকল উপকরণ
রয়েছে সেগুলো সম্পূর্ণ নিরাপদ
এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।

কোন মন্তব্য নেই :