দুটি কালেমা এমন যা যবানে (উচ্চারন করতে) সহজ, (কিয়ামতদিবসে) ওজনে ভারী এবং তা করুনাময় আল্লাহর নিকট প্রিয়।

কোন মন্তব্য নেই
আবূ হুরায়রা (রা:) থেকে বর্নিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
"দুটি কালেমা এমন যা যবানে (উচ্চারন করতে) সহজ, (কিয়ামতদিবসে) ওজনে ভারী এবং তা করুনাময় আল্লাহর নিকট প্রিয়।
কালেমা দুটি হচ্ছে,"সুবহানাল ্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিলআ যীম"
অর্থ- আল্লাহর প্রশংসা করার সাথে তাঁর পবিত্রতা বর্ননা করছি, তাঁর প্রশংসা বড়ই মহৎ।
[বুখারী -৭ /১৬৮ মুসলিম- ৪/ ২০৭২]


শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।

কোন মন্তব্য নেই :