স্যাংক্রয়েড

কোন মন্তব্য নেই
হিমোকিলাস ক্রুসি নামক এক প্রকার
জীবাণুর দ্বারা এই
যৌনরোগটি সংক্রমিত হয়। এর অন্য
নাম সফট সোর। নারীদের চেয়ে পুরুষের
অবশ্য এই রোগটি বেশি দেখা যায়।
নারী ক্ষেত্রে যৌনমিলনের দুই
থেকে পাঁচ দিনের মধ্যে এই রোগের
উপসর্গ শুরু হয়। যোনি বা লিঙ্গের
আশপাশে কয়েকটি পানি ভর্তি গুটি নিয়ে
এই রোগ প্রথম দৃশমান হয়। এর
পরে গুটিগুলো ফেটে ঘায়ের সৃষ্টি করে।
সিফিলিসের
ঘাতে কোনো ব্যথা থাকে না। কিন্তু
স্যাংক্রয়েডের ঘায়ে প্রচন্ড
ব্যথা হয়। সময়মত চিকিৎসা করালে এই
রোগ সম্পূর্ণ ভলো হয়ে যায়।
স্যাংক্রয়েডের চিকিৎসা-
টেট্রাসাইকিন ৫০০ মিঃগ্রাঃ দিনে চার
বার করে সাত দিন । যদি টেট্রাসাইকিন
চলে তবে সেপট্রান বন্ধ রাখতে হবে।
সালফাডিয়াজাইন এগুলোর বিকল্প
ওষুধ। স্ট্রেপটোসাইসিন ইনফেকশন
পতি সপ্তাহে একবার
করে দিতে হবে ০.৭৫ গ্রাম মাত্রায়।
ক্যাপসুল কোরোমাইসেটিন ২৫০ গ্রাম
মাত্রায় দিনে চার বার করে দশ দিন
খেতে হবে। এছাড়াও ব্যথার জন্য ঘুমের
আগে এসপিরিন চলতে পারে।
সূত্রঃ প্রফেসর ডাঃ মোহাম্মদ ফিরোজ

কোন মন্তব্য নেই :