নারী এবং তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা কেন? Part 4

কোন মন্তব্য নেই
পটভূমি হিসেবে উল্লেখিত বিষয়গুলোর প্রত্যেকটিই নারী প্রসঙ্গে এবং নারীর দায়িত্ব, অধিকার, জবাবদিহিতা ও এই সামগ্রিক সীমারেখা সুস্পষ্টভাবে বর্ণনা করার প্রয়োজনীয়তা তুলে ধরছে; যারমাধ্যমে একজন নারী তার ভূমিকাসুন্দরভাবে পালন এবং তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবেআদায় করতে পারে।



[1] দ্রষ্টব্য: সাকাফাতুল মুসলিমা (ثقافة المسلمة), পৃ. ১৭

[2] এই উক্তিটি বর্তমানে খুব বেশি ধ্বনিত হচ্ছে এবং এর মাধ্যমে যে ব্যক্তি বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও শরী‘আত সম্পর্কে কথা বলতে ইচ্ছা পোষণ করে সে এই গণ্ডিতে অনুপ্রবেশের সুযোগ পায় এবং যেকোনো কিছু দলিল থাকুক বা না থাকুক নিজের মর্জিমতো হারাম করতে কিংবা হালাল করতে পারে। সেক্ষেত্রে তারা কোন প্রকার নিয়মনীতি বা বিধিবিধানের তোয়াক্কা না করেই যুক্তি দেখায়: ‘এটা আমার মত, আর ওটা তোমার মত’; ‘এটা আমার বুঝ, আর এটা তোমার বুঝ’।

[3] দ্রষ্টব্য: সাকাফাতুল মুসলিমা (ثقافة المسلمة), পৃ. ১৭ – ১৮





♥♥♥♥সমাপ্ত♥♥♥♥

প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন www.facebook.com/sayed.rubel3



লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।



ভাল থাকুন সব সময় ।

কোন মন্তব্য নেই :