কিভাবে আমরা আমাদের সন্তানদের লালন-পালন করব?

কোন মন্তব্য নেই
কিভাবে আমরা আমাদের সন্তানদের লালন -পালন করবঃ
আল্লাহ তায়ালা বলেন, “হে ঈমানদারগন! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।” (সূরা তাহরীম ৬৬:৬ আয়াত)
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ যখন কেউ মারা যায় তখন তিন ধরনের আমলব্যতীত অন্যান্য সমস্ত আমলের সওয়াব বন্ধ হয়ে যায়। তা হল- ছদকায়ে জারীয়া, উপকারী ইলম এবং নেককার সন্তান। যে তার মাতা পিতার জন্য দোয়া করে। (মুসলিম)
তাই প্রথমে নিজের সংশোধনে সচেষ্ট হোন অন্যান্য কর্মের আগেই। সন্তানদের সম্মুখে আপনি যে ভাল কাজ করবেন তাই উত্তম। যাখারাপ তা পরিত্যাগ করুন। যদি শিক্ষক ও মাতাপিতা তাদের সন্তানদের সম্মুখে উত্তম চরিত্র ও ব্যবহারে মাধুর্যময়ী হন, তবেই তারা উত্তম শিক্ষা পাবে। তাই নিন্মোক্ত বিষয় সমুহের ব্যাপারে আমাদের বিশেষ ভাবে খেয়াল রাখা অতীব প্রয়োজন।
১. প্রথমে বাচ্চাদের “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলল্লাহ” পড়তে শিক্ষা দেয়া।অত:পর যখন তারা বড় হবে, তখন তাদের এই কালেমার অর্থ শিক্ষা দেয়া।
২. সর্বদা সন্তানদের হূদয়ে আল্লাহর প্রতি ঈমান ও তাঁর প্রতি ভালবাসা সৃষ্টি করতে
আন্তারিক হওয়া।
৩. সন্তানদের জান্নাতের প্রবেশের ব্যাপারে উদ্ধদ্ধ করাযে যারা সালাত আদায় করবে, সওম পালন করবে, মাতাপিতার বাধ্য থাকবে, আর আল্লাহ যাতে রাজী খুশী হন সে সব কাজ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। সাথে সাথে জান্নামের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করতে হবে।
৪. সর্বদা বাচ্চাদের এ শিক্ষা দিতে হবে যে, একমাত্র আল্লাহর নিকট দু’আ করতে হবে, এবং একমাত্র তারই নিকট সাহায্য প্রার্থনা করতে হবে।
৫. সন্তানদের সালাত ও কোরআন শিক্ষা দিতে হবে।
৬. সন্তানদের হারাম কাজ হতে নিবৃত্ত রাখতে হবে। ঘুষ, সুদ, চুরি, দুর্ণিতি ইত্যাদি থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিবে।
৭. সন্তানদের আজে বাজে পত্রিকা পড়া ও গান শুনা থেকে নিবৃত্ত রাখতে হবে।
৮. সন্তানদের ধুমপান ও মাদক দ্রব্য ব্যবহারের ব্যাপারে নিষেধ করতে হবে।
৯. সন্তানদের সর্বদা কথা ও কাজেসত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে।
১০. বন্ধু নির্বাচনের সাবধানতা অবলম্বনের জন্য তাদেরকে সতর্ক থাকতে বলতে হবে।
===================== ===================
.................................মোহাম্মদ জামাল উদ্দীন, দুবাই, ইউ এ ই
ট্যাগ/কি-ওয়ার্ড : দাম্পত্য জীবন
বিষয়শ্রেণী: নারী

কোন মন্তব্য নেই :