প্রসূতি মায়ের প্রস্তুতি

কোন মন্তব্য নেই

স্বাভাবিক গর্ভকালীন সময়সীমা সাধারণত দশ মাস হলেও সুস্থ শিশু জন্মদানকল্পে গর্ভধারণের আগের তিন মাস সময়সহ এ সময়কালকে ১২ মাস বিবেচনা করতে হবে। একজন মা যখনই গর্ভধারণ করবেন বলে মনস্থির করেছেন, তখন থেকেই তাকেপরিকল্পনা মাফিক চলা উচিত।
প্রসূতি মাকে গর্ভধারণের আগে একজন চিকিৎসক দেখিয়ে প্রয়োজনীয়চেকআপ করে নেয়া উচিত। কারও যদি ক্রনিক বা দীর্ঘমেয়াদি কোনো অসুস্থতা থেকে থাকে তবে তা চিকিৎসককে জানাতে হবে। এছাড়া পারিবারিক বা অন্যান্য রোগজনিতপূর্ব ইতিহাস, জন্মগত ত্রুটি, জেনেটিক কন্ডিশন, আগে চিকিৎসাদি নিয়ে থাকলে বা কোনো ওষুধ সেবন করে থাকলে সে বিষয়েও চিকিৎসককে অবহিত করুন। এতে একজন মা গর্ভকালীন অনেক বেশি নিরাপদ থাকবেন। রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তের গ্রুপ, হেপাটাইটিস বি ও সি, যৌনবাহিত সংক্রামক ব্যাধি এবং এইচআইভি আছে কি না পরীক্ষা করুন। স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যা যেমন্য-ডায়াবেটিস, উচ্চরক্তচাপবা ওজন যদি অতিরিক্ত হয়ে থাকে তবে এসব সমস্যার সঠিক সমাধানেরজন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
লেখকঃ
ডা. নাফিসা আবেদীন

কোন মন্তব্য নেই :