পান্তা ভাত আর ইলিশ ভাজা খাইয়া , নাচ গান করিয়া বর্ষবরণ করা হয় ।

কোন মন্তব্য নেই


পান্তা ভাত আর ইলিশ ভাজা খাইয়া ,
নাচ গান করিয়া বর্ষবরণ করা হয় ।
তরুণ তরুণির হাতে হাত ধরিয়া....
ঢ়াক ঢোল পিটিয়া মঙ্গল
শোভা যাত্রা বের করে মঙ্গল
কামনা করা হয় ।
ভিভিন্ন রকমের মুর্তি দিয়ে দেশের
অপশক্তি দূর করা হয় ।
কিন্তু যেসময় দেশে বড় বড় দূর্যোগ
নেমে আসে তখন রেডিও টিলিভিশন
থেকে প্রচার করা হয় কোরআন
তেলাওয়াতের সাথে নানার রকমের গজল

পড়ানো হয় মিলাদ মাহফিল ।
তার সাথে বলা হয়ে পীর আউলিয়ার
বাংলাদেশ,
রহম কর আল্লাহ্ ।
কিন্তু কেনো আপনারা এরকম
দুনিতি করেন ।
তখন কেনো শয়তানের
শয়তানি যাত্রা বের করেন না ।
তখন কেনো বলেন না ধর্ম নিরপক্ষের
বাংলাদেশ ......
রহম কর জাতির পিতা ।
তারা এরকম কথা কেনো বলে জানেন?
তারা হলো শয়তানের শিক্ষায় শিক্ষিত ।
তারা যদি ইসলামের পথে চলতে চায়.......
তাহলে নিজের পায়ের জুতা দিয়ে নিজের
গালে বারি খায় ।
এদের মাঝে অনেকে আছে কোরআন
শরীফ পড়েছে ,
কিন্তু অর্থ জানে নাই ।
কোরআন শরীফ চোখ দিয়ে দেখেছে,
পড়ে নাই ।
অনেকে কোরআন হাদিস সবই
জানে,কিন্তু সত্য কথা বলেনা ।
কারণ তারা ভালো করেই জানে সত্য
কথা বললে নিজের
হালুয়া রুটিতে পিঁপড়া ওঠে যাবে ।
আমি জানি একা কথা গুলো পড়ে অনেকের
কাছে বিষের মতো লাগবে ।
কিন্তু কি আর করবো বলেন, অসুস্হ
ব্যাক্তি যদি ওষুধ খায় আমি সুস্হ
ব্যাক্তি হয়েতো খেতে পারিনা ।
অনেকেই আমাকে জঙ্গিবাদ দেশ
বিরুদি বলে ।
অনেক আবার
হুমকি ধামকি দেন,তাতে কি আপনি আমার
লেখা থামিয়ে রাখতে পারবেন?
কখনো না ।
কেনো না শূকুনের দোয়া কখনো মরেনা ।
সত্য কথা বলা যদি জঙ্গিবাদ
হয়,তাহলে আপনিও তো sontars বাদ

আমাদের সমাজটা লুচ্চা বদমাস
দিয়ে ভরে গেছে ।
তারা নারীর অধিকারের
কথা বলে নারীদেরকে শোষন করে ।
ঘর থেকে বের করে ভিভিন্ন জায়গায়
ভিভিন্ন কায়দায় নারীদের যৌন সুধাপান
করে ।
সেটারও আপনি প্রমাণ পাবেন,
থার্টি ফাস্ট নাইটে,ভালো বাসার দিবসে,
পহেলা বৈশাখে, ভিভিন্ন
প্রতিষ্ঠানে এবং প্রেম বানিজ্যর
আড়ালে ।
নারীরাও বিয়ের কথা বললে সহজ
ভাবে বিলিয়ে দেয় ।
ভোগের শেষে যখন মুখ ফিরিয়ে নেয়,তখন
নিজের গায়ে নিজেয় আগুন লাগিয়ে মরে ।
তাহলে কি তারা শয়তানের শিক্ষায়
শিক্ষিত নয় ?
কথা ঠিক কি না বলন? —


♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন www.facebook.com/sayed.rubel3

লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

ভাল থাকুন সব সময় ।

কোন মন্তব্য নেই :