রূপগঞ্জে ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, বিক্ষোভ
কোন মন্তব্য নেই
রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মকবুল হোসেন একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ঝরনা আক্তারকে নিয়ে পালিয়েছে। এলাকায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষককে বাঁচাতে স্কুল পরিচালনা কমিটির এক পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকার জনতা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম ও ছাত্রছাত্রীরা জানায়, দশম শ্রেণীর ছাত্রী ঝরনা আক্তারকে নিয়ে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মকবুল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা গতকাল তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এদিকে ঝরনাকে নিয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই মকবুল হোসেনের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় লম্পট শিক্ষকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ছাত্রী অপহরণের অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, বহু স্থানে যোগাযোগ করেও স্কুল শিক্ষক মকবুল হোসেন ও ছাত্রী ঝরনা আক্তারের খোঁজ মিলছে না। গত দুই দিন ধরে গ্রামের বাড়ি সোনারগাঁয়ে না ফেরায় গতকাল স্কুল শিক্ষক মকবুল হোসেনের প্রথম স্ত্রী হেনা আক্তার বিদ্যালয়ে এসে তার খোঁজ নেন। তার স্বামী স্কুলের ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে, এমন সংবাদ পাওয়ার পর তিনি স্কুল মাঠে জ্ঞান হারান। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মকবুল হোসেনের স্ত্রী হেনা আক্তারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর একটি মহল ওই শিক্ষককে বাঁচাতে ঝরনা আক্তারের অভিভাবককে মামলা না করার জন্য হুমকি দিয়েছেন বলে ঝরনার পরিবারজানায়। এ ঘটনা প্রচার হওয়ার পর ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাসথেকে বিক্ষোভ মিছিল বের করে লম্পট শিক্ষককে জনতা উচ্চ বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানায় অন্যথায় তারা ক্লাস বর্জনের হুমকি দেয়।

কোন মন্তব্য নেই :