৫ মাসেও সংশোধিত সংবিধান পেলাম না - হাইকোর্ট
কোন মন্তব্য নেই
: পঞ্চদশ সংশোধনী পাসের পর প্রায় পাঁচ মাস হয়ে গেলেও সংশোধিত সংবিধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। বলেছেন, জুন মাসে সংবিধান সংশোধন হলো। অথচ আমরা এখনও সংবিধান পেলাম না। এটা খুবই দুঃখজনক। তাহলে কি সংবিধানহাতে না পাওয়া পর্যন্ত আমরা কোন সাংবিধানিক মামলা শুনবো না? সব সাংবিধানিক মামলা পেন্ডিং রাখবো? নারায়ণগঞ্জে সেনা মোতায়েন নিয়ে দায়ের করা একটি রিটের শুনানিকালে অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানকে উদ্দেশ্যে করে হাইকোর্ট গতকাল এসব মন্তব্য করেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা বলে। এ সময় অতিরিক্তএটর্নি জেনারেল আদালতকে জানান, শিগগিরই হাইকোর্ট সংশোধিত সংবিধান পাবে। এ বছরের মধ্যেই তা পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ দায়ের করা রিটটি শুনানির জন্য উত্থাপন করেন আইনজীবী শোয়েব উদ্দিন খান। তিনিবলেন, সরকার সেনা মোতায়েনের ব্যাপারে এখনও নীরব রয়েছে। সরকারের নিষ্ক্রিয়তা সংবিধান ও আইনের লঙ্ঘন। তিনি বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক।সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক। এ সময় হাইকোর্ট বলেন, আমাদের কাছে তো কোন সংবিধান নেই। এ সময় আইনজীবী পঞ্চদশ সংশোধনী অনুসরণে বেসরকারিভাবে প্রকাশিত সংবিধানের একটি কপি উত্থাপন করেন। এ সময় আদালত বলেন,এটি তো দালিলিকভাবে গ্রহণযোগ্য নয়। এতে ভুলভ্রান্তি থাকতে পারে। হাইকোর্ট সাংবিধানিক মামলা বিবেচনায় রিটের বিষয়টি পর্যালোচনার জন্য আইনজীবীকে আরও এক সপ্তাহ সময় দেন। এক সপ্তাহ পর রিটের ব্যাপারে পরবর্তী শুনানি হবে। গত ৩০শে অক্টোবর রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। রিটে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী যেন সব ধরনের সহযোগিতা দেয়া এ ব্যাপারেও হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী রেদোয়ান আহমেদ, রেদোয়ান-ই-খুদা এবং শিক্ষানবিশ আইনজীবী জাভেদ ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। রিটে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ছয় জনকে বিবাদী করা হয়। রিট আবেদনে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের জন্য গত ১৬ই অক্টোবর নির্বাচন কমিশন সরকারের সংশ্লিষ্টদের চিঠি দেয়। কিন্তু এরপরও সরকার নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করেনি। অথচ সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি বিভাগের দায়িত্ব নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।

কোন মন্তব্য নেই :